টেলিভিশনের চেনা মুখ সৌমিতৃষা কুণ্ডু। দেবের বিপরীতে প্রধান ছবিতে ডেবিউ করে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। মিঠাই সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করার পরই তাঁর জনপ্রিয়তা ওঠে তুঙ্গে। তবে মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর ছোটপর্দায় তাঁকে আর দেখা যায়নি। বরং ওয়েব সিরিজ ও সিনেমাতেই অভিনয় করার দিকে মনোযোগ দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। যদিও বেশ কয়েক মাস ধরে মিঠাই রানি বেপাত্তা সোশ্যাল মিডিয়া থেকে। শোনা যাচ্ছে, তিনি নাকি অসুস্থ। তবে এই শরীর নিয়েও ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যাবে।
এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় জানিয়েছেন যে সৌমিতৃষা অসুস্থ হলেও তিনি ২১ জুলাইয়ের মঞ্চে হাজির থাকবেন। সুভদ্রা জানান যে প্রতিবারের মতো এ বছরও সকলে সকাল ৯টার মধ্যে নন্দনে উপস্থিত হবেন। সেখান থেকে বাসে চড়ে একসঙ্গে সমাবেশে পৌঁছাবেন। এ বছর নাকি কিছু নতুন মুখকেও দেখা যাবে ২১ জুলাইয়ের মঞ্চে। প্রসঙ্গত, এপ্রিলে সৌমিতৃষাকে শেষবারের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল। কিন্তু তারপর আর তাঁকে দেখা যায়নি। পর্দা থেকেও উধাও অভিনেত্রী। এরকম অবস্থায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর দেখা পাওয়া সত্যিই উল্লেখযোগ্য বিষয়।
সক্রিয় রাজনীতিতে যোগ না দিলেও ভোটের প্রচার অথবা কলকাতা চলচ্চিত্র উৎসবে সৌমিতৃষার উপস্থিতি কারোর নজর এড়ায়নি। এমনকী ২০২২ সালে টেলি অ্যাকাডেমি পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হয় সৌমিতৃষাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই পুরস্কার নেন অভিনেত্রী। গত বছর লোকসভা নির্বাচনে রাজ চক্রবর্তীর প্রচারেও দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। এমনকী প্রধান ছবির প্রচারে এসে এক সংবাদমাধ্যমকে সৌমিতৃষা বলেছিলেন যে কেউ যদি তাঁকে রাজনীতির যোগ্য বলে মনে করেন, তবে অবশ্যই রাজনীতিতে যোগ দেবেন।
সৌমিতৃষা তৃণমূলে আনুষ্ঠানিকভাবে নাম না লেখালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব আদরের অভিনেত্রী তিনি। প্রতি বছর পুজোর সময় মুখ্যমন্ত্রী শাড়ি উপহার পাঠান অভিনেত্রীকে। গত বছরও সৌমিতৃষা সেই শাড়ি উপহার পেয়ে রীতিমতো আপ্লুত হন। এই বছর ২১-এর মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন কিনা তা এখনও জানা যায়নি। এই বিষয়ে সৌমিতৃষার সঙ্গে bangla.aajtak.in যোগাযোগ করলে তাঁকে ফোনে পাওয়া যায় না। শোনা যাচ্ছে, অভিনেত্রী খুবই অসুস্থ। এখন সকলেই অপেক্ষা করছেন ২১ জুলাই নতুন মুখদের মধ্যে সৌমিতৃষা রয়েছেন কিনা।