Ishaa-Indraneil Relation: 'রহস্যই থাক', ইন্দ্রনীলের সঙ্গে প্রেমচর্চা নিয়ে মুখ খুললেন ইশা

Ishaa-Indraneil Relation: টলিপাড়ার ব্যস্ততম নায়িকা ইশা সাহা। গত দু'বছরে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা নেহাত কম নয়। বড়পর্দার পাশাপাশি ইশা ওয়েব সিরিজেও অভিনয় করছেন। অনধিকার চর্চা থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন ইশা। তাঁকে খুব একটা ফিল্মি পার্টিতেও দেখা যায় না। তবে নায়িকাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা যেটা হয় তা হল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব।

Advertisement
'রহস্যই থাক', ইন্দ্রনীলের সঙ্গে প্রেমচর্চা নিয়ে মুখ খুললেন ইশাইশা-ইন্দ্রনীল
হাইলাইটস
  • টলিপাড়ার ব্যস্ততম নায়িকা ইশা সাহা।

টলিপাড়ার ব্যস্ততম নায়িকা ইশা সাহা। গত দু'বছরে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা নেহাত কম নয়। বড়পর্দার পাশাপাশি ইশা ওয়েব সিরিজেও অভিনয় করছেন। অনধিকার চর্চা থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন ইশা। তাঁকে খুব একটা ফিল্মি পার্টিতেও দেখা যায় না। তবে নায়িকাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা যেটা হয় তা হল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব। এটা নিয়ে ইশা বা ইন্দ্রনীল কোনওদিনই মুখ খোলেননি। তবে সম্প্রতি এক পডকাস্টে এসে ইশা স্পষ্ট জানালেন তাঁর সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের কথা। 

নিবেদিতা দে-এর ইউটিউব চ্যানেলে ইশাকে তাঁর ও ইন্দ্রনীল সেনগুপ্তের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। ইশা খুব স্পষ্ট করে বলেন, 'এই মুহূর্তে কিছুই চলছে না। চললে জানতে পারবে সবাই। আমাকে ও ইন্দ্রনীলকে একসঙ্গে কোথাও দেখাতে পারবে না।' নায়িকা বলেন, 'লহ গৌরাঙ্গের নাম রে ছবিটি আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা সহ-অভিনেতা। বহু বছর আগে তরুলতার ভূত ছবিতেও একসঙ্গে কাজ করেছিলাম।' ইশা এও বলেন, 'আমি আমার সহ-অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে কোথাও বাইরে যাইনা।' নায়িকা এও জানান যে তাঁর ও ইন্দ্রনীলের সম্পর্কের গুজব নিয়ে এত বেশি কথা হয়, তিনি আর এই নিয়ে কথা বলতেই চান না। ইশার কথায়, 'সবাই যা বুঝছে বুঝুক। ইন্দ্রনীলকে নিয়ে কিছু জিজ্ঞাসা করলে আমি জবাবই দিই না। এটা নিয়ে রহস্যই থাক।' 

ছবি সংগৃহীত

মাঝে আচমকাই রটে গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি প্রেম করছেন ইশা। এমনকী ইন্দ্রনীল ও বরখা বিস্তের ১৪ বছরের সংসারও নাকি ভাঙে ইশার জন্য। তবে ইশা ও ইন্দ্রনীল আদৌও প্রেম করছিলেন কিনা, সে বিষয়ে দুজনের কেউই কোনদিনই মুখ খোলেননি। এমনিতেই ইশা তাঁর ব্যক্তিগত বিষয়কে আড়ালে রাখতেই পছন্দ করেন। তাঁকে নিয়ে বা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক, গুঞ্জন হোক সেটা ইশা কোনওদিনই চান না। তাই সোশ্যাল মিডিয়াতেও নিজের কাজ ও ফটোশ্য়ুট ছাড়া ব্যক্তিগত কোনও কিছুই তিনি শেয়ার করেন না। এমনকী নায়িকা তাঁর মা-বাবাকেও লাইম লাইট থেকে দূরে রেখেছেন। ইশা গুঞ্জনের ঠেলায় জেরবার জীবন।

Advertisement

সম্প্রতি ইশা এক সাক্ষাৎকারে বলেছেন তিনি তাঁর নামে রটা কোনও ভুয়ো খবর আর সহ্য করবেন না। বরং এবার সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। দরকার পড়লে আইনি পদক্ষেপও নিতে পারেন। প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে ইশা ও ইন্দ্রনীল একসঙ্গে কাজ করবেন আবার। পুরীতেও তাঁরা গিয়েছিলেন শ্যুটিং করতে। যদিও ইশার কথানুযায়ী তিনি ও ইন্দ্রনীল শুধুই সহ-অভিনেতা ছাড়া আর কিছুই নয়। 

POST A COMMENT
Advertisement