'হেরাফেরি' ও 'হেরাফেরি ২'-তে বাবুরাও তথা পরেশ রাওয়াল তাঁর নিজস্ব ক্যারিশমা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। ২০০০ সালে মুক্তি পাওয়া প্রিয়দর্শনের হেরাফেরি এমন একটি সিনেমা, যার হাত ধরে কমেডি জগতে প্রথমবার পা রেখেছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। হেরাফেরি ২-তেও এই ত্রয়ীকেই দেখা গিয়েছে। Hera Pheri 3-এর ঘোষণার পর থেকেই দর্শকদের আশা ছিল এখানেও অক্ষয়-সুনীলের সঙ্গে পরেশ রাওয়ালকে দেখা যাবে। শোনা যায়, তিনি ছবির জন্য শুরুতে চুক্তিবদ্ধ হলেও পরে ছবি ছেড়ে বেরিয়ে যান। আর তাতেই নানান বিতর্ক দানা বাঁধে। এবার সেই পরেশ রাওয়ালকে নিয়ে প্রথমবার মুখ খুললেন অক্ষয় কুমার।
অপেশাদারের মতো কাজ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। এমনই অভিযোগ তুলে অভিনেতার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মস। পরেশকে সম্প্রতি আইনি নোটিশও পাঠানো হয়েছে। আর এই নিয়েই অবশেষে প্রকাশ্যে পরেশ রাওয়ালকে নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার।
হাউসফুল ৫-এর ট্রেলার লঞ্চের ইভেন্টে Hera Pheri 3-থেকে আচমকা পরেশ রাওয়ালের সরে দাঁড়ানো নিয়ে কথা বলেন অক্ষয় কুমার। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পরেশ রাওয়ালকে নিয়ে ট্রোল হওয়ার ঘটনায় বাবুরামকে সমর্থন করেন অক্ষয়। হেরাফেরি অভিনেতা বলেন, একজন সিনিয় অভিনেতার বিরুদ্ধে বোকা, বুদ্ধি নেই এই ধরনের শব্দ ব্যবহার করাকে আমি একেবারেই সমর্থন করছি না। এরপর অক্ষয় বলেন, পরেশ রাওয়ালকে নিয়ে কথা বলার এটা সঠিক জায়গা নয়। আদালতে এটা নিয়ে মামলা চলছে।
অভিনেতা বলেন, 'আমি গত ৩০ বছর ধরে পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করছি। আমার খুব ভাল বন্ধু। তিনি একজন দুর্দান্ত অভিনেতা এবং আমি তাঁর কাজের সত্যিই প্রশংসা করি। যেটাই হোক না কেন, আমার মনে হয় না এটি সঠিক জায়গা কথা বলার।' প্রসঙ্গত, হেরাফেরি ফ্রাঞ্চাইজি থেকে আচমকা পরেশ রাওয়াল সরে যাওয়ায় তা ইন্ডাস্ট্রির সকলকেই হতবাক করেছে। অক্ষয় কুমারের নোটিশের যথাযথ জবাব দিয়েছেন পরেশ রাওয়ালের আইনজীবী।
Hera Pheri 3 থেকে সরে আসা নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে তখনই পরেশ রাওয়াল তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এটা নিয়ে। অভিনেতা প্রথমেই জানিয়ে দেন যে সৃজনশীল পার্থক্যের জন্য তিনি এই সিনেমা থেকে সরে আসেননি। সৃজনশীলতা নিয়ে কোনও মতবিরোধ নেই। অভিনেতা ইতিমধ্যেই চুক্তির টাকা ফেরৎ দিয়েছেন এবং নির্মাতাদের জানিয়ে দিয়েছেন যে যে তিনি এই ছবির আর অংশ হতে চান না।