Kumar Sanu Fan Suicide Attempt: অন্য গায়কের গান শুনলে খুন হয়ে যেতে পারেন, ভয় পেয়ে কী করলেন কুমার শানুর ভক্ত?

কুমার শানুর গুণমুগ্ধদের সংখ্যা নেহাত কম নেই। তাঁর নয়ের দশকের গাওয়া রোম্যান্টিক বা আবেগে ভরা গানের অনুরাগী প্রচুর। আর যে কোনও তারকা বা গায়ক-গায়িকার ভক্ত-অনুরাগীদের কীর্তি কলাপ অনেক সময়ই সামনে এসেছে। তবে কুমার শানুর এই ভক্ত যা করলেন, তা সবার থেকে আলাদা।

Advertisement
অন্য গায়কের গান শুনলে খুন হয়ে যেতে পারেন, ভয় পেয়ে কী করলেন কুমার শানুর ভক্ত? কুমার শানু
হাইলাইটস
  • কুমার শানুর গুণমুগ্ধদের সংখ্যা নেহাত কম নেই।

কুমার শানুর গুণমুগ্ধদের সংখ্যা নেহাত কম নেই। তাঁর নয়ের দশকের গাওয়া রোম্যান্টিক বা আবেগে ভরা গানের অনুরাগী প্রচুর। আর যে কোনও তারকা বা গায়ক-গায়িকার ভক্ত-অনুরাগীদের কীর্তি কলাপ অনেক সময়ই সামনে এসেছে। তবে কুমার শানুর এই ভক্ত যা করলেন, তা সবার থেকে আলাদা। জব্বলপুরের ৩২ বছরের এক যুবকের মনে হয়েছে যে তিনি কুমার শানু ছাড়া অন্য কোনও শিল্পীর গান শুনলে খুন হয়ে যেতে পারেন। এই বিষয়টি তাঁর মস্তিষ্কে এমনভাবে প্রভাব ফেলেছে যে ওই যুবক ৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেন। এই খবর সংবাদমাধ্যম মারফত কুমার শানুর কানে যেতেই গায়ক মনোবিদকে ফোন করে তাঁর সেই ভক্তের খোঁজ নিলেন। 

জানা গিয়েছে, ১০-১১ জানুয়ারি এই ঘটনা ঘটেছে। বিহারের ছাপরার বাসিন্দা ওই যুবক নাগপুরে কাজ করতেন এবং ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় হঠাৎ করেই তাঁর মাথায় ভূত চেপে বসে এবং ট্রেন থেকে ঝাঁপ মারার চেষ্টা করলে তাঁকে অন্য যাত্রীরা বাঁচিয়ে নেয়। এখানেই হাল ছাড়েননি যুবক। জব্বলপুর রেল স্টেশনের শৌচালয়ে গিয়ে ব্লেড দিয়ে হাতের কব্জি ও গলা কেটে ফেলাার চেষ্টা করে। পুলিশ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেও চিকিৎসা চলার সময় হাসপাতালের দ্বিতীয় তল থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তবে এখানেও তাঁকে বাঁচিয়ে নেওয়া হয়। 

বারংবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। ঠিক তখনই জানা যায় যে ওই যুবক কুমার শানুর জব্বর ফ্যান। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই যুবক সোশ্যাল মিডিয়ায় অন্য গায়কের গান শুনছিল। আর এখান থেকেই তাঁর মনে এই ভ্রম তৈরি হয় যে বিশ্বাসঘাতক ভেবে শানুর ভক্তরা তাঁকে খুঁজে মেরে দেবে। জিআরপি ইনচার্জ সঞ্জীবনী রাজপুত এক সংবাদমাধ্যমকে বলেন যে ওই যুবক ভয়ের চোটে পালাচ্ছিল। যুবক রাস্তায় অনেক স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে  পালানোর চেষ্টা করে। তবে এখন মনোবিদ সহ অন্যান্য চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। 

Advertisement

এই ঘটনায় ভোপালের এক মনোবিদ বিশেষজ্ঞ ডাঃ সত্যকান্ত ত্রিবেদী বলেন, এটি মনোরোগের একটি উৎকৃষ্ট উদাহরণ। মনোরোগের ক্ষেত্রে, একজন ব্যক্তির মন মিথ্যা, অটল বিশ্বাসে আবদ্ধ হয়ে পড়ে। ডোপামিনের মাত্রা বৃদ্ধি একজন ব্যক্তির বিশ্বাসকে এতটাই অনমনীয় করে তুলতে পারে যে প্রমাণও তাদের দমাতে পারে না। ভয় একটি মৌলিক বেঁচে থাকার আবেগ, কিন্তু যদি ভ্রমে পরিণত হয়, তাহলে এটা আত্ম-ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে, চিকিৎসা ছাড়াই পুনরায় রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। 

কুমার শানুর কানে এই খবর যেতেই তিনি মনোবিদের সঙ্গে যোগাযোগ করেন। শানু জানিয়েছেন যে তিনি সব সময় তাঁর ভক্তদের জন্য উদ্বিগ্ন থাকেন। ওই যুবকের খোঁজ খবর নেন গায়ক এবং ওই ভক্তকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে চান। মনোবিদদের কথায়, কোনও তারকার সঙ্গে আবেগগতভাবে জড়ানো ঠিক হলেও তা অতিরিক্ত হলে ভ্রমে পরিণত হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

POST A COMMENT
Advertisement