নবনীতা দাসছোটপর্দার চেনা মুখ নবনীতা দাস। একদা সিরিয়ালের প্রধান চরিত্রে দেখা যেত অভিনেত্রীকে। তবে এখন অবশ্য ছোটপর্দা থেকে দূরেই রয়েছন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের ছোট ছোট বিষয়গুলি সকলের সঙ্গে ভাগ করে নিতেই ভালোবাসেন নবনীতা। দু বছর আগে জিতু কমলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করে খবরের শিরোনামে চলে এসেছিলেন। এখন জিতু ও নবনীতার পথ আলাদা। দুজনেই ব্যস্ত নিজেদের কেরিয়ার গোছাতে। কিছুদিন আগেই গোয়ায় ভ্যাকেশনে গিয়েছিলেন নবনীতা আর সেখান থেকে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন তিনি। এবার ফিরে এসেই ধর্মে মতি হল অভিনেত্রীর। মহাদেবের দর্শনে গেলেন নবনীতা।
পরনে দুধ সাদা শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ ও কপালে তিলক কাটা। শনিবার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে শিবের দর্শনে গিয়েছিলেন নবনীতা। অভিনেত্রী যে বরাবরই আধ্যাত্মিক তা জানা যায় তাঁর একাধিক পোস্ট দেখেই। গোয়া থেকে ফিরেই নবনীতা তাই শিবের দর্শনে চলে গেলেন। এর আগেও অভিনেত্রীকে দেখা গিয়েছে বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করতে। একা হাতেই সেই পুজোর আয়োজন করেছিলেন তিনি।
মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন নবনীতা। কখনও গোয়া তো আবার কখনও মুম্বই। তাঁর ঝলক সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যায়। ২০২৪-এ নতুন ফ্ল্যাট কিনেছেন নবনীতা। সেখানেই একা থাকেন তিনি। প্রসঙ্গত, টেলিপাড়ার খুবই পরিচিত মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। নবনীতাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে।
মাঝে মাঝেই তাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সিরিয়াল করতে গিয়েই জিতু কমলের সঙ্গে প্রেম নবনীতার। সেই প্রেমই ২০১৯ সালের ৬ মে পরিণতি পায়। বেশ ভালই চলছিল তাঁদের সাংসারিক জীবন। টলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবেই পরিচিত ছিলেন জিতু ও নবনীতা। কিন্তু বিয়ের চার বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। দেড় বছর হয়ে গিয়েছে জিতু ও নবনীতার ডিভোর্সের। মাঝে একজনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এখন আপাতত সিঙ্গল নবনীতা। কাজেই ফোকাস করতে চান আপাতত। আগামীতে তাঁকে কোন সিরিয়ালে দেখা যাবে, সেদিকেই তাকিয়ে তাঁর অনুগামীরা।