Jisshu-Nilanjana: একই মঞ্চে পুরষ্কৃত হবেন যিশু-নীলাঞ্জনা, ফের একসঙ্গে দেখা যাবে কি?

Jisshu-Nilanjana: টলিপাড়ার গুঞ্জন আর গুঞ্জন রইল না। ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসাবে পরিচিত যিশু-নীলাঞ্জনার সংসারে যে ভাঙন ধরেছে তা একেবারে স্পষ্ট। দুজনে এখন এক ছাদের তলাতেও থাকছেন না। রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ বললেই চলে।

Advertisement
একই মঞ্চে পুরষ্কৃত হবেন যিশু-নীলাঞ্জনা, ফের একসঙ্গে দেখা যাবে কি?যিশু-নীলাঞ্জনা
হাইলাইটস
  • শহরের এক প্রথম সারির ব্যাঙ্কোয়েট হলে বসতে চলেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

টলিপাড়ার গুঞ্জন আর গুঞ্জন রইল না। ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসাবে পরিচিত যিশু-নীলাঞ্জনার সংসারে যে ভাঙন ধরেছে তা একেবারে স্পষ্ট। দুজনে এখন এক ছাদের তলাতেও থাকছেন না। রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ বললেই চলে। আর এরই মধ্যে শোনা যাচ্ছে রবিবার শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজনকে হয়ত একসঙ্গে দেখা যেতে পারে। 

শহরের এক প্রথম সারির ব্যাঙ্কোয়েট হলে বসতে চলেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। শহরের চেনা মুখেদের দেখা যাবে সেখানে। টলিপাড়ার একঝাঁক তারকারাও থাকবেন। খবর, সেই অনুষ্ঠানে এক মঞ্চে পুরস্কৃত হতে চলেছেন যিশু-নীলাঞ্জনা। তাহলে কি এই টলি দম্পতি একসঙ্গে পুরষ্কার নিতে মঞ্চে উঠবেন? প্রসঙ্গত, দুটো আলাদা বিভাগে পুরষ্কৃত হবেন যিশু-নীলাঞ্জনা। 

নীলাঞ্জনাকে পুরষ্কার দেওয়া হবে ছোট পর্দার সেরা প্রযোজক হিসাবে। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে নীলাঝ্জনা-যিশু ছিলেন প্রযোজক। অপরদিকে দশম অবতার ছবিতে যিশুকে দেখা গিয়েছিল নেগেটিভ চরিত্রে। সেই ছবির জন্য ‘সেরা খলনায়ক’-এর সম্মান পাচ্ছেন তিনি। তাঁদের কি তাহলে একসঙ্গে দেখা যাবে? এক সংবাদমাধ্ম সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতায় নেই যিশু। তিনি পুরষ্কার নিতে নাও আসতে পারেন। তবে নীলাঞ্জনা পুরষ্কার নিতে উপস্থিত থাকবেন। খবর সত্যি হলে, বিচ্ছেদের কথা জানাজানি হওয়ার পর প্রথম তিনি যিশুকে ছাড়া কোনও অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন।

যিশু-নীলাঞ্জনা টলিউডে পাওয়ার কাপল হিসাবে পরিচিত ছিলেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবন। সেখানে এভাবে ফাটল ধরবে তা তাঁর ভক্ত-অনুরাগীরা ভাবতেও পারেননি। শোনা যাচ্ছে, যিশুর পরকীয়ার খবর কানে আসতেই নীলাঞ্জনা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। এখন এক বাড়িতেও থাকেন না তাঁরা। সারা ও জারাকে নিয়ে নীলাঞ্জনা একাই থাকেন। সম্প্রতি সারার এক ইভেন্টে মডেলিং ও অভিনয়ের জন্য তাঁকে পুরষ্কৃত করা হয়। সেখানে মা নীলাঞ্জনাকে একাই দেখা গিয়েছিল।

POST A COMMENT
Advertisement