Sahitya Aajtak 2024: 'জাস্ট' নামটি কীভাবে এল? বলিউডেরও অফার পেলেন 'চোর' গায়ক

'মেরি জিত ভি লেজা... মেরি হার ভি লেজা...', একটু যাঁরা সোশ্যাল মিডিয়া ঘাঁটেন, তাঁদের প্রায় প্রত্যেকেই এই গানটি কখনও না কখনও শুনেছেন। ইন্টারনেট সেনসেশন গায়ক 'জাস্ট'(Justh) এবার সাহিত্য আজ তক ২০২৪-এর মঞ্চে। সেখানে তাঁর এই অভিনব নামের অর্থও জানালেন। সেই সঙ্গে তাঁর সুরের জাদুতে মোহিত করলেন শ্রোতাদেরও।

Advertisement
'জাস্ট' নামটি কীভাবে এল? বলিউডেরও অফার পেলেন 'চোর' গায়কসাহিত্য আজতক ২০২৪-এর মঞ্চে জাস্ট।

Sahitya Aajtak 2024: 'মেরি জিত ভি লেজা... মেরি হার ভি লেজা...', একটু যাঁরা সোশ্যাল মিডিয়া ঘাঁটেন, তাঁদের প্রায় প্রত্যেকেই এই গানটি কখনও না কখনও শুনেছেন। ইন্টারনেট সেনসেশন গায়ক 'জাস্ট'(Justh) এবার সাহিত্য আজ তক ২০২৪-এর মঞ্চে। সেখানে তাঁর এই অভিনব নামের অর্থও জানালেন। সেই সঙ্গে তাঁর সুরের জাদুতে মোহিত করলেন শ্রোতাদেরও।

'জাস্ট' নামের গল্প

'আমি ঘুরতে বেরিয়েছিলাম। আমি নিজের মতো টুকটাক কাজ করছিলাম, মেডিটেশনও করছিলাম। সেই সময়ই হঠাৎ এক রাতে আমার দু'টোর সময় ঘুম ভেঙে গেল। উঠেই ভেবে নিলাম, আমার নাম হবে 'জাস্ট'। আমি গান করতেই জন্মেছি। শুনে রূপকথার গল্প বলে মনে হতেই পারে। তবে আমার কাছে এটাই একটি সত্য ঘটনা। আমার কাছে এটা খুবই অর্গানিক, নামটা এমনিই আছে, এর কোনও কারণ নেই। এর পিছনে কোনও চিন্তা-ভাবনা নেই। এর আগে কেউ ব্যবহার করেনি, নামটা দিয়েছিও আমি নিজে, কেউ নামকরণ করে দেয়নি।'

এর পর থেকেই 'জাস্ট' নিয়মিত গান গাইতে শুরু করেন। প্রতি সন্ধ্যায় গান গাইতেন।

গান কোনও সীমায় বেঁধে রাখতে চাই না

তিনি বলেন, 'আমার প্রতিটি ভাবনাই আমার গানের মাধ্যমে ফুটে ওঠে। আমার গানে কোনও দুর্নীতি বা মিথ্যাচার নেই, এটা সম্পূর্ণ আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি। আমি শুধু আমার মতামত সততার সঙ্গে প্রকাশ করতে চাই। চোর গানের মধ্যে সেই কবিতাগুলো রয়েছে, যেগুলো শুনে আমি বড় হয়েছি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বব ডিলান, বা অন্য কেউ। তাঁরা কখনই তাঁদের কবিতার অর্থ ব্যাখ্যা করেননি। তাই যতবার আমি সেগুলো পড়ি, প্রতি দুই বছর পর-পরই যেন সেগুলোর অর্থ পাল্টে যায়। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমিও তেমনই কিছু করব, যেটা কোনওভাবে সীমাবদ্ধ হয়ে থাকবে না। আজ ইউটিউবে এই গানের ৫০টি ব্যাখা রয়েছে। প্রত্যেকেই নিজের মতো করে মানে ব্যাখ্যা করেছেন, আর এগুলো সবই সঠিক।

বলিউড থেকে কেমন সাড়া পেলেন?

তিনি বললেন, 'বলিউড থেকে আমি অনেক প্রশংসা পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ। অনেক নামকরা পরিচালকরা ফোন করেছেন। এখন সময় বদলেছে। সে কারণে বলিউডের কোনও অফার এখনও গ্রহণ করিনি। আমার একটা লম্বা জার্নি আছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে খুবই অনুপ্রাণিত। কোল্ডপ্লে-র মতো, এরাও সবাই গানের মাধ্যমে তাঁদের গল্প বলেন। আমিও সেই একই জিনিসটা করতে চাই।'

Advertisement

তিনি জানালেন, অনেক প্রশংসা ও অফার পেলেও এখনই বলিউডে কাজ করতে চান না। তিনি বলেন, 'আমি কোনও ট্রেন্ড ফলো করতে চাই না, চোর গানের জন্য আমি কোনও মার্কেটিং করিনি।'

POST A COMMENT
Advertisement