Kancha Badam Anjali Arora: MMS কাণ্ডের দেড় বছর পর পদক্ষেপ, FIR করলেন 'কাঁচা বাদাম' গার্ল অঞ্জলি

Kancha Badam Anjali Arora: আবারও খবরের শিরোনামে কাঁচা বাদাম গার্ল অঞ্জলি অরোরা (Anjali Arora)। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি অরোরার এমএমস ভিডিও ফাঁস হয়েছে বহু আগেই। কিন্তু এখন সেই এমএমএস কাণ্ড নিয়েই অঞ্জলি প্রায় দেড় বছর পর দায়ের করলেন এফআইআর।

Advertisement
MMS কাণ্ডের দেড় বছর পর পদক্ষেপ, FIR করলেন 'কাঁচা বাদাম' গার্ল অঞ্জলি  অঞ্জলি অরোরা
হাইলাইটস
  • আবারও খবরের শিরোনামে কাঁচা বাদাম গার্ল অঞ্জলি অরোরা (Anjali Arora)।

আবারও খবরের শিরোনামে কাঁচা বাদাম গার্ল অঞ্জলি অরোরা (Anjali Arora)। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি অরোরার এমএমস ভিডিও ফাঁস হয়েছে বহু আগেই। কিন্তু এখন সেই এমএমএস কাণ্ড নিয়েই অঞ্জলি প্রায় দেড় বছর পর দায়ের করলেন এফআইআর। আর সেই এফআইআরের কপি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 

যে সময় তাঁর এমএমএস লিক হয়েছিল তখন অঞ্জলি বলেছিলেন যে ভিডিওতে যে মেয়েটিকে দেখানো হয়েছে, সেটা তিনি নন। কিন্তু এই ঘটনার দেড় বছর পর কাঁচা বাদাম গার্ল অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করলেন। পুলিশ এখন এই ঘটনার তদন্ত করছে। রিপোর্ট অনুযায়ী, অঞ্জলি অরোরা শুধু এফআইআর করেননি, এই মামলার সঙ্গে যুক্ত ইউটিউবার ও সংবাদমাধ্যম সহ আরও কিছুজনের ওপর মানহানি মামলাও করেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় এই এফআইআরের কপি রীতিমতো ভাইরাল। তবে এতদিন পর অঞ্জলির পদক্ষেপ নেওয়া নিয়ে নেটিজেনরা এ নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকের মতে এটা বিগ বসের ঘরে যাওয়ার প্রস্তুতি। অঞ্জলির ভিডিও যখন ভাইরাল হয়েছিল সেই সময় তিনি জানিয়েছিলেন যে AI মারফৎ এই ভিডিও মর্ফ করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০২২ সালে অঞ্জলি লক-আপ নামে এক রিয়্যালিটি শো-তে অংশ নিয়েছিলেন। সেই সময় অঞ্জলির একটি আপত্তিকর ভিডিও সামনে এসেছিল। ভিডিওতে অঞ্জলির মুখ AI দিয়ে আপত্তিজনক ভিডিওতে রূপান্তর করে এডিট করা হয়েছিল এবং এই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এফআইআরে কাঁচা বাদাম গার্ল জানিয়েছেন যে এই ভিডিওর কারণে পরিবার ও বন্ধুদের কাছে তাঁকে লজ্জায় পড়তে হয়। তাঁকে নিয়ে একাধিক প্রশ্নও ওঠে। 

অঞ্জলি জানিয়েছেন যে সেই সময় তিনি কোনও অ্যাকশন নিতে পারেননি কারণ তিনি রিয়্যালিটি শো-তে ছিলেন। কিন্তু এখন তিনি আর চুপ থাকবেন না। সোশ্যাল মিডিয়ায় অঞ্জলি অরোরা দারুণ সক্রিয় থাকেন। কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা। বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের থেকেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান-ফলোয়িং ঢের বেশি। অদ্ভুত অঙ্গভঙ্গি, পোশাক ও  ঠোঁট মিলিয়ে নেচে নেটপাড়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন তিনি।

Advertisement

    

POST A COMMENT
Advertisement