Naihati Boro Maa: বড়মার জন্য উপহার পাঠালেন দেব-অপরাজিতারা, কী কী এল?

Naihati Boro Maa: বেশ কিছু বছর ধরে নৈহাটির বড়মার কাছে আম মানুষের পাশাপাশি যাতায়াত বেড়েছে টলিউড তারকাদেরও। ছবি মুক্তি হোক বা ছবি বক্স অফিসে হিট কিংবা কোনও কিছু চাওয়ার জন্য তারকারা ভিড় করেন নৈহাটির বড়মার মন্দিরে। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে নাকি মা কাউকে ফেরান না।

Advertisement
বড়মার জন্য উপহার পাঠালেন দেব-অপরাজিতারা, কী কী এল?বড়মার জন্য টলিপাড়া থেকে কী উপহার এল?
হাইলাইটস
  • বেশ কিছু বছর ধরে নৈহাটির বড়মার কাছে আম মানুষের পাশাপাশি যাতায়াত বেড়েছে টলিউড তারকাদেরও।

বেশ কিছু বছর ধরে নৈহাটির বড়মার কাছে আম মানুষের পাশাপাশি যাতায়াত বেড়েছে টলিউড তারকাদেরও। ছবি মুক্তি হোক বা ছবি বক্স অফিসে হিট কিংবা কোনও কিছু চাওয়ার জন্য তারকারা ভিড় করেন নৈহাটির বড়মার মন্দিরে। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে নাকি মা কাউকে ফেরান না। সেই বিশ্বাসে ভর করেই মায়ের টানে ফি বছর কালীপুজোর মরশুমে দূরদূরান্ত থেকে পূণ্যার্থীরা ভিড় জমান নৈহাটিতে। এবার কালীপুজোয় মায়ের জন্য উপহার এল টলিপাড়া থেকে। কালীপুজোর রাতে মা সেজে উঠবেন সেইসব উপহারে। 

নৈহাটির বড়মার মন্দিরে হাতজোড় করে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী, দেব, শ্রাবন্তী, ইধিকা পাল, সোহিনী সরকারদের। জানা গিয়েছে, বড়মার জন্য বহুমূল্যের বেনারসি শাড়ি পাঠিয়েছেন সুপারস্টার দেব। খাদান, ধূমকেতু ও রঘু ডাকাত প্রচারের সময় দেবকে তাঁর কলা-কুশলীদের নিয়ে এখানে পুজো দিতে আসতে দেখা গিয়েছে। এই ৩টে সিনেমাই বক্স অফিসে ভাল সফলতা এনে দিয়েছে। মনোস্কামনা পূরণ হওয়ার পরও প্রতিবার বড়মার পুজো দিয়ে এসেছেন দেব। এবার কালীপুজোয় মায়ের জন্য বেনারসি পাঠালেন পর্দার রঘু ডাকাত। নৈহাটি বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন যে কালীপুজোর দিন দেবীর অেক বড় মূর্তি পূজিত হয়। তাই সকলের দেওয়া বেনারসি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হয়। সেই ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় ভক্তের কাছে। তাই সকলের দেওয়া বেনারসি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হয়। সেই ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় ভক্তের কাছে।

ছবি সৌজন্যে: ফেসবুক

অভিনেত্রী অপরাজিতা আঢ্য পাঠিয়েছেন রুপোর তোড়া পাঠিয়েছেন। পুজোর দিন সেই গয়না পরিয়ে দেওয়া হবে মায়ের পায়ে। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও শাড়ি দিয়েছেন বলে জানালেন নৈহাটি বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য। এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বড়মার জন্য বেনারসি শাড়ি পাঠিয়েছিলেন। বাংলা ছবির অনেক তারকারই মানত পূরণ হলে বিভিন্ন উপহার পাঠিয়ে থাকেন তাঁরা। যেহেতু সরাসরি উপহার দানের ব্যবস্থা নেই, প্রণামীর বাক্সে টাকা বা গয়না দেওয়ার নিয়ম, তাই অনেকেরই নাম জানা যায় না।

Advertisement

ছবি সংগৃহীত

ফি বছরের মতো এবারেও জাগ্রত বড়মার কাছে পুজো দেবেন বিশিষ্টরা। সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই রয়েছেন। এই বছর পুজো শুরু হবে ২০ অক্টোবর সোমবার রাত ১২টা থেকে। আর পুষ্পাঞ্জলি হবে রাত ২টোর সময়। এছাড়াও থাকছে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও। 

POST A COMMENT
Advertisement