Kanchan-Sreemoyee: গোলাপি পোশাকে শ্রীময়ীর কোলে একরত্তি, নতুন বছরে সামনে এল MLA কাঞ্চন-কন্যা

Kanchan-Sreemoyee: হালকা গোলাপি রঙের শীতের পোশাক আর মাথায় গাঢ় গোলাপি রঙের টুপি। মায়ের কোলে ছোট্ট কৃষভি। নতুন বছরের শুরুতেই সামনে এল কাঞ্চন ও শ্রীময়ীর কন্যা। গত বছর কালীপুজোর পর পরই শ্রীময়ী ও কাঞ্চনের জীবনে আসে একরত্তি।

Advertisement
গোলাপি পোশাকে শ্রীময়ীর কোলে একরত্তি, নতুন বছরে সামনে এল MLA কাঞ্চন-কন্যা নতুন বছরে সামনে এল কাঞ্চন-শ্রীময়ীর কন্যা
হাইলাইটস
  • মায়ের কোলে ছোট্ট কৃষভি।

হালকা গোলাপি রঙের শীতের পোশাক আর মাথায় গাঢ় গোলাপি রঙের টুপি। মায়ের কোলে ছোট্ট কৃষভি। নতুন বছরের শুরুতেই সামনে এল কাঞ্চন ও শ্রীময়ীর কন্যা। গত বছর কালীপুজোর পর পরই শ্রীময়ী ও কাঞ্চনের জীবনে আসে একরত্তি। আর এখন তাকে নিয়েই তাঁদের ছোট্ট সংসার। তবে জন্মের পর থেকেই কৃষভিকে সকলের আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। তবে নতুন বছরের শুরুতে কৃষভিকে সকলের সামনে নিয়ে এলেন তাঁরা। 

মায়ের কোলে চুপটি করে রয়েছে কৃষভি। তবে কাঞ্চন-কন্যার মুখ ছবিতে দেখা যায়নি। শ্রীময়ী মেয়েকে পিছন দিক থেকে কোলে নিয়েছেন। স্বামী কাঞ্চন, মেয়ে ও মাকে নিয়ে শ্রীময়ী সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। মা শ্রীময়ীর সঙ্গে ম্যাচিং পোশাকে দেখা গেল কৃষভিকে। কারণ শ্রীময়ীরও পরনে গোলাপি শাড়ি। সপরিবারে একফ্রেমে ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন অভিনেতা বিধায়ক। তবে মেয়ের ছবি পিছন থেকেই দেখা গেল। অন্নপ্রাশনের আগে কৃষভির ছবি প্রকাশ্যে আনবেন না বলেই জানিয়েছেন কাঞ্চন মল্লিক। 

৩১ ডিসেম্বর উত্তর কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে চব্বিশকে বিদায় জানিয়েছিলেন দম্পতি। পুজো দেওয়ার পাশাপাশি খিচুড়ি ভোগও বিতরণ করেন কাঞ্চন-শ্রীময়ী। শ্রীমী-কাঞ্চনের জীবন এখন কৃষভিময়। দেখতে যেমন বাবার মতো, তেমনই নাকি স্বভাবও কাঞ্চনের মতোই। শ্রীময়ীর কথায়, বড্ড ছটফটে। গায়ের রং গোলাপি। তাই বাবা আদর করে কখনও টমেটো আবার কখনও বা সোনামা বলে ডাকে। 

সম্প্রতি পাহাড় থেকে ঘুরে এসেছেন তারকাদম্পতি। সেখানেই একরত্তিকে নিয়ে বড়দিন উদযাপন করেছেন। মা-বাবা যখন পাহাড়ে ঘুরতে ব্যস্ত কৃষভি তখন দিদার কাছে থেকেছে। গত বছর শ্রীময়ী ও কাঞ্চন ছিলেন হট টপিকগুলোর মধ্যে অন্যতম। তাঁদের প্রেম থেকে বিয়ে সবটাই ছিল চর্চিত বিষয়। এমনকী বিয়ের এক বছরের মাথায় শ্রীময়ীর সন্তান জন্ম নিয়েও কটাক্ষের শিকার হতে হয় এই দম্পতিকে। তবে এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ শ্রীময়ী-কাঞ্চন। সম্প্রতি শ্রীময়ীর হাসপাতালের ৬ লক্ষ টাকা বিল ঘিরেও বিতর্ক শুরু হয়েছিল। তবে বিধায়ক স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শ্রীময়ী। 

Advertisement

POST A COMMENT
Advertisement