Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর বাড়ি আগলে রাখেন, পরিচারিকা-আয়ারা কোথা থেকে আসেন?

সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ। জীবনের ছোট-বড় মুহূর্তগুলিকে তিনি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত বছরের মার্চেই অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। আর সেই বছরেই তাঁদের কোলে আসে ছোট্ট কৃষভি।

Advertisement
কাঞ্চন-শ্রীময়ীর বাড়ি আগলে রাখেন, পরিচারিকা-আয়ারা কোথা থেকে আসেন? কাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ।

সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ। জীবনের ছোট-বড় মুহূর্তগুলিকে তিনি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত বছরের মার্চেই অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। আর সেই বছরেই তাঁদের কোলে আসে ছোট্ট কৃষভি। শ্রীময়ীকে এখন সেভাবে অভিনয়ে দেখা না গেলেও ফিল্মি পার্টিতে তাঁকে দেখা যায়। সেরকমই এক ছবির প্রিমিয়ারে এসে শ্রীময়ী জানালেন তাঁদের বাড়ির পরিচারিকারা কোথা থেকে আসেন। 

বিধায়ক-পত্নীর ছোট সংসার হলেও কাজকর্ম থাকে অনেক। বাড়ির কাজ, রান্নার কাজে সাহায্য আবার ছোট্ট কৃষভিকে দেখভাল করার জন্য বাড়িতে পরিচারিকা রয়েছে শ্রীময়ী-কাঞ্চনের সংসারে। আর তাঁরা সবাই আসেন লক্ষ্মীকান্তপুর লোকাল ৬.১০-এর ট্রেনে করেই। সম্প্রতি শ্রীময়ী লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমার প্রিমিয়ারে এসে এই প্রসঙ্গে বলেন, 'লক্ষ্মীকান্তপুর লোকাল খুবই মাটির সঙ্গে যুক্ত। লক্ষ্মীকান্তপুর লোকাল আমাদের বাড়িতে খুবই পরিচিত। আমার বাড়ির পরিচারিকা, কাজের দিদিরা, বাচ্চার আয়া সকলেই লক্ষ্মীকান্তপুর লোকাল ৬.১০-এর লোকালে ভোরবেলা চেপে আসে। আবার চারটে-সাড়ে চারটের সময় হাসিমুখে ফিরে যায় যে যার বাড়িতে।' শ্রীময়ী এও বলেন যে তাঁদের সফরটা খুব একটা সহজ নয়। 

কিছুমাস আগেই শ্রীময়ী আয়া সেন্টার থেকে কৃষভির দেখভালের জন্য আয়া এনেছিলেন। কিন্তু সেই আয়া কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে মারধর করত বলে অভিযোগ ওঠে। এই নিয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। শুধু তাই নয়, বাড়ির ছোট ছোট জিনিসও চুরি করে নিয়ে যেত আয়া সেন্টারের সেই আয়া। এরপরই তাঁরা ওই আয়াকে তাড়িয়ে দেন। এখন কৃষভির দেখাশোনা করছেন শ্রীময়ীর মা ও নতুন আয়া, যিনি লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আসেন। ফেব্রুয়ারিতে আইনি বিয়ের এক মাস পর, ২০২৪ সালের মার্চে সামাজিক বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই বছরের নভেম্বরে কৃষভির জন্ম হয়। 

কাঞ্চন-শ্রীময়ীর ভালোবাসা কোনও সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়। কাঞ্চনের দুটো ডিভোর্সের পর শ্রীময়ী তাঁর তৃতীয় স্ত্রী। তবে তাঁদের মধ্যে প্রেম বেশ মাখো মাখো। কাঞ্চনের চেয়ে শ্রীময়ী বয়সে অনেক ছোট, কিন্তু তা বলে সেটা নিয়ে কখনও চিন্তিত ছিলেন না তাঁরা। কিছুদিন আগেই কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর একান্তে কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কটাক্ষের শিকার হন তারকা দম্পতি। 
  

Advertisement

POST A COMMENT
Advertisement