Kanchan-Sreemoyee: ৫৪ বছরে দ্বিতীয় সন্তানের বাবা হলেন কাঞ্চন, অভিনেতার চেয়ে কত ছোট শ্রীময়ী?

Kanchan-Sreemoyee: দীপাবলির পর পরই সুখবর শোনালেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। কন্যা সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী। শনিবার রাতের দিকে এই খবর নিজেই শেয়ার করেছেন কাঞ্চন। বিয়ের ৮ মাসের মাথাতেই দ্বিতীয়বার বাবা হলেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। যদিও এই বিষয়ে কাকপক্ষীও টের পায়নি, এতটাই আঁটোসাটো গোপনীয়তা ছিল।

Advertisement
৫৪ বছরে দ্বিতীয় সন্তানের বাবা হলেন কাঞ্চন, অভিনেতার চেয়ে কত ছোট শ্রীময়ী?কাঞ্চন-শ্রীময়ী ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • দীপাবলির পর পরই সুখবর শোনালেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক।

দীপাবলির পর পরই সুখবর শোনালেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। কন্যা সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী। শনিবার রাতের দিকে এই খবর নিজেই শেয়ার করেছেন কাঞ্চন। বিয়ের ৮ মাসের মাথাতেই দ্বিতীয়বার বাবা হলেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। যদিও এই বিষয়ে কাকপক্ষীও টের পায়নি, এতটাই আঁটোসাটো গোপনীয়তা ছিল। তবে কালীপুজোর রাতে অনেকেই শ্রীময়ীকে দেখে বলেছিলেন যে তিনি হয়ত প্রেগন্যান্ট। আর সেই গুঞ্জনকেই শনিবার শিলমোহর দিলেন কাঞ্চন-শ্রীময়ী। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে ও মার্চে সামাজিক বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। জানেন তাঁদের বয়সের ফারাক কত?

তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বয়স ৫৪ বছর। অন্যদিকে এখনও ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। ‘বাবুসোনা’ ধারাবাহিকের মাধ্যমে আলাপ তাঁদের। সেই সময় অষ্টম শ্রেণির ছাত্রী শ্রীময়ী। তত দিনে কাঞ্চন টেলিভিশনের প্রতিষ্ঠিত অভিনেতা। শ্রীময়ীর থেকে প্রায় ২৭ বছরের বড় কাঞ্চন। একে-অপরকে ১২ বছর ধরে চেনেন। এরপরই কাঞ্চনের সঙ্গে পরকীয়ায় জড়ান শ্রীময়ী। যা পরে সকলের সামনে নিয়ে আসেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। 

কাঞ্চন ও পিঙ্কির একটি ছেলেও রয়েছে। অনেক ঝড়-ঝাপটার পর শ্রীময়ী-কাঞ্চন বিয়ে সারেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে সেটা ছিল শুধুই আইনি বিয়ে। সামাজিক বিয়ে হয় মার্চ মাসে। অনেকদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল, এবার তাঁরা নিজেরাই জানিয়ে দিলেন যে আইনি মতে এখন তাঁরা স্বামী-স্ত্রী। তবে বিয়ের আটমাসের মাথায় যে কাঞ্চন বাবা হবেন এই বিষয়টিও অনেককে অবাক করেছে। 

রবিবার রাতের দিকে কাঞ্চন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে লেখা ছিল, শুভ এই সময়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে ভাল খবর সবার সঙ্গে শেয়ার করছি, আমরা এখন তিনজনের পরিবার। আমাদের কন্যা সন্তান কৃষভিকে আশীর্বাদ করবেন। এরপরই কাঞ্চনের কমেন্ট বক্সে শুভশ্রী ও অনিন্দিতা রায় চৌধুরী অভিনন্দন জানান। এক সংবাদমাধ্যমকে কাঞ্চন জানিয়েছেন যে মা ও মেয়ে খুব ভাল আছে। কাঞ্চনই তাঁর মেয়ের নাম রেখেছেন কৃষভি। খবর পেয়ে দুই পরিবারের সমস্ত সদস্য হাসপাতালে উপস্থিত। আপাতত দিন পাঁচেক হাসপাতালে থাকার পরই বাড়ি ফিরবেন শ্রীময়ী ও তাঁর সন্তান।        

Advertisement

 

POST A COMMENT
Advertisement