Kanchan-Sreemoyee: ১ বছরে পা দিল কৃষভি, মেয়ের অন্য রকম জন্মদিন পালন কাঞ্চন-শ্রীময়ীর

Kanchan-Sreemoyee: গত বছর ২ নভেম্বর কাঞ্চন ও শ্রীময়ীর সংসারে এসেছিল তাঁদের লক্ষ্মী কৃষভি। ২০২৪-এ একেবারে চুপিসারেই মা হয়েছিলেন কাঞ্চন-পত্নী। কালীপুজোর দুদিন পর কৃষভিকে কোলে পেয়েছিলেন শ্রীময়ী। শনিবার থেকেই মেয়ের প্রথম জন্মদিনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

Advertisement
১ বছরে পা দিল কৃষভি, মেয়ের অন্য রকম জন্মদিন পালন কাঞ্চন-শ্রীময়ীরকাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • গত বছর ২ নভেম্বর কাঞ্চন ও শ্রীময়ীর সংসারে এসেছিল তাঁদের লক্ষ্মী কৃষভি।

গত বছর ২ নভেম্বর কাঞ্চন ও শ্রীময়ীর সংসারে এসেছিল তাঁদের লক্ষ্মী কৃষভি। ২০২৪-এ একেবারে চুপিসারেই মা হয়েছিলেন কাঞ্চন-পত্নী। কালীপুজোর দুদিন পর কৃষভিকে কোলে পেয়েছিলেন শ্রীময়ী। শনিবার থেকেই মেয়ের প্রথম জন্মদিনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ১ বছরে পা দেবে কৃষভি। তাই উদযাপনটাও বিশেষ হওয়া দরকার। মেয়ের প্রাক-জন্মদিনটা একটু অন্য রকমভাবে সারলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী। 

শনিবার সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে শ্রীময়ীর চিকিৎসককে, যাঁর হাতে কৃষভি হয়েছেন। যিনি অভিনেত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর চিকিৎসা করেছিলেন। এদিন শ্রীময়ী জানিয়েছেন, একাধিক জটিলতা সত্ত্বেও তিনি ৯ মাসের প্রেগন্যান্সির সফর খুব সুন্দরভাবে কাটিয়েছেন। শ্রীময়ী জানিয়েছেন তাঁর এই সময় মেজাজ পরিবর্তন হত, কিন্তু সেটাও সামলে নিতেন এই চিকিৎসক। জীবনের নতুন ইনিংস শুরুর আগে চিকিৎসার পাশাপাশি সঠিক খেয়াল রাখা, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া সবকিছুর জন্য ধন্যবাদ জানান শ্রীময়ী।

এই চিকিৎসকের সঙ্গেই কেক কেটে কৃষভির প্রাক-জন্মদিন পালন করেন কাঞ্চন ও শ্রীময়ী। একরত্তি কৃষভির মুখে হাসি ডাক্তার কাকুকে দেখে। শ্রীময়ী তাঁর পোস্টে বললেন, ‘কৃষভি এই পৃথিবীর আলো দেখতই না যদি আমার চিকিৎসক আমার পাশে এভাবে থাকতেন।’ শনিবার মধ্যরাতে কেক কেটে কৃষভির জন্মদিন পালন করেন কাঞ্চন ও শ্রীময়ী। পরিবারের সদস্যদের নিয়ে কাঞ্চন ও শ্রীময়ী মেয়ের জন্মদিন পালন করলেন মধ্যরাতে। গত বছর দোলের দিনই শ্রীময়ী জানতে পেরেছিলেন তিনি প্রেগন্যান্ট। কিন্তু বিয়ের পর পরই সেই খবর আসায় তিনি ও কাঞ্চন গোটা বিষয়টি গোপনেই রাখেন। কাকপক্ষীতেও টের পায়নি শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। 

২০২৪ সালে দিওয়ালির পরের দিনই শ্রীময়ীর কোলে আসে কৃষভি। ছোট্ট কৃষভির জন্মের ছ’মাস পর্যন্ত তাঁকে প্রকাশ্যে নিয়ে আসেননি কাঞ্চন-শ্রীময়ী। খুদেকে দেখতে কার মতো হয়েছে তা নিয়ে অনেকের মনেই কৌতূহল ছিল। তারকাদম্পতি আগেই ঠিক করেছিলেন যে মেয়ের মুখেভাত দিয়ে তবেই ছবি প্রকাশ্যে আনবেন। যেমন কথা তেমন কাজ। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মেয়ে কৃষভির অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন করে তবেই কৃষভি মল্লিকের মুখ দেখান কাঞ্চন-শ্রীময়ী।     

Advertisement

 

POST A COMMENT
Advertisement