বিধায়ক-অভিনেতা কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে চর্চা কম হয় না। তাঁদের বিয়ে থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই চর্চা একেবারে তুঙ্গে। অক্টোবরেই প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। ৫৪ বছরে এসে দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন। আর তারপর থেকে তাঁদের নিয়েই শুধু আলোচনা। কন্যা সন্তান হওয়ার পরই শ্রীময়ী তাঁর মাতৃত্বকালীন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মেয়ে হওয়ার পর তাঁর ওজন অনেকটাই বেড়ে গিয়েছে। বাড়তি ওজন কীভাবে কমাচ্ছেন অভিনেত্রী?
এমনিতে খেতে খুবই ভালোবাসেন শ্রীময়ী। তবে অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বলে অনেক খাওয়া-দাওয়াই এড়িয়ে চলেন। যদিও মেয়ে গর্ভে থাকার সময় অনেক কিছুই খেয়ে নিয়েছেন শ্রীময়ী। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সময়টা তাঁর খুবই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে। সন্তান জন্মানোর পর সারা রাত জাগা তার পর ব্রেস্ট ফিডিং সব মিলিয়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যে যাচ্ছেন সে কথাই জানালেন শ্রীময়ী। এর সঙ্গে অভিনেত্রী এও জানিয়েছেন যে তিনি যদিও খেতে ভালোবাসেন তাই তাঁর পক্ষে ডায়েট করা খুবই কঠিন বিষয়।
শ্রীময়ী বলেন, চিকিৎসকের পরামর্শ মেনেই এখন চলতে হচ্ছে। কারণ নয়তো সেটা মেয়ের ওপর প্রভাব ফেলতে পারে। বাইরের খাবার একেবারেই নিষেধ এখন শ্রীময়ীর। এর মধ্যে একদিন বিরিয়ানি খাওয়ার জন্য মেয়ের শরীর খারাপও হয়ে গিয়েছিল। যদিও শ্রীময়ী জানিয়েছেন যে কোনও রকম ডায়েট ছাড়াই তাঁর ৮ কেজি ওজন কমে গিয়েছে এক ধাক্কায়। মেয়ে হওয়ার পর শ্রীময়ীর ওজন ছিল ৯০ কেজি যেটা এখন কমে দাঁড়িয়েছে ৮২ কেজিতে।
প্রসঙ্গত, মা হওয়ার পর ১ মাসও পার হয়নি বরের সঙ্গে ডেটে বের হয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেননি কাঞ্চনের নতুন বউ। সন্তান হওয়ার পর কাঞ্চন ও শ্রীময়ীর রাত কেমন কাটছে সেই ভিডিও শেয়ার করেছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। এরপর মার্চেই সামাজিক মতে বিয়ে করেন তাঁরা। এর পরপরই প্রেগন্যান্ট হয়ে পড়েন শ্রীময়ী। তবে সেটা কাউকে বুঝতে দেননি তাঁরা। মলদ্বীপে বেবিমুনে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। এরপরই কালীপুজোর পরই সুখবর শোনান তাঁরা।