মদ খেয়ে গার্লফ্রেন্ডকে প্রোপোজ করেছিলেন কপিল শর্মা, Video

কপিল শর্মা বলেন, "আমি গিন্নিকে একটি কথা জিজ্ঞাসা করব যে, গিন্নি কোনওদিনই আমার শো-তে সেভাবে আসেনি। গিন্নি তুমি ভাল ঘর থেকে এসেছে, অর্থনৈতিকভাবেও খুবই ভাল ঘরের। একজন স্কুটারওয়ালা ছেলের সঙ্গে কী ভেবে প্রেম করেছিলে?" তাতে গিন্নি (Ginni Chatrath) জবাব দেন, কিছুই না, "আমি ভেবেছিলাম পয়সাওয়ালাদের সঙ্গে তো সবাই প্রেম করে। এই গরীবটার ভালই করে দিই।" 

Advertisement
মদ খেয়ে গার্লফ্রেন্ডকে প্রোপোজ করেছিলেন কপিল শর্মা, Videoগিন্নি চতরথ ও কপিল শর্মা
হাইলাইটস
  • গিন্নির সঙ্গে থিয়েটার করতেন কপিল
  • মদ্যপ অবস্থাতেই দিয়েছিলেন প্রেমের প্রস্তাব
  • শুনে কেঁপে উঠেছিলেন গিন্নি

এবার নেটফ্লিক্সে আসছেন কপিল শর্মা (Kapil Sharma)। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে তাঁর নেটফ্লিক্স স্পেশাল  I’m Not Done Yet। সেই কমেডি স্পেশালের আরও একটি ভিডিও এবার প্রকাশ্যে। সেই ভিডিওতে নিজের স্ত্রী গিন্নি চতরথকে কীভাবে তিনি প্রোপোজ করেছিলেন সেই বিষয়ে কথা বলতে দেখা গেল কপিল শর্মাকে। 

কীভাবে প্রোপেজ করেছিলেন কপিল?
ভিডিওতে কপিল বলছেন, "সব অভিনেতাদের মধ্য়ে ও আমার সবচেয়ে প্রিয় ছিল। আমরা একসঙ্গে থিয়েটার করতাম। তাই ওকে আমি অনেক কাজে লাগিয়ে দিতাম। ও আমাকে ফোন করে বলতো, যে আজ এটা হয়েছে, ওটা হয়েছে। আজ আমরা এতগুলো রিহারসাল করেছি। একদিন ও আমায় ফোন করেছে। সেই সময় আমি অফিসার্স চয়েজ খেয়েছিলাম। উচ্চ চিন্তাভাবনা। আমি ফোন তুলেই বললাম, তুমি কি আমায় ভালবাস? ও কেঁপে উঠল, জিজ্ঞাসা করল কী? এই লোকটার মধ্যে এতটা ক্ষমতা কীভাবে চলে এল? আমি ভগবানকে ধন্যবাদ দিই, কারণ ওইদিন আমি তাড়ি খাইনি। সত্যিই, কারণ তাড়ি খেলে আমার প্রশ্ন বদলে যেত, গিন্নি তোমার বাবার কি ড্রাইভার লাগবে?"

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

কপিলে প্রশ্নে গিন্নি যা বললেন...
এরপর কপিল শর্মা বলেন, "আমি গিন্নিকে একটি কথা জিজ্ঞাসা করব যে, গিন্নি কোনওদিনই আমার শো-তে সেভাবে আসেনি। গিন্নি তুমি ভাল ঘর থেকে এসেছে, অর্থনৈতিকভাবেও খুবই ভাল ঘরের। একজন স্কুটারওয়ালা ছেলের সঙ্গে কী ভেবে প্রেম করেছিলে?" তাতে গিন্নি (Ginni Chatrath) জবাব দেন, কিছুই না, "আমি ভেবেছিলাম পয়সাওয়ালাদের সঙ্গে তো সবাই প্রেম করে। এই গরীবটার ভালই করে দিই।" 

গিন্নির উত্তরে একেবারে চুপ হয়ে যান কপিল শর্মা, আর দর্শকরা হেসে ওঠেন। প্রসঙ্গত ২০১৮ সালে বিয়ে হয় কপিল শর্মা ও গিন্নি চতরথের। তাঁদের ২টি সন্তানও রয়েছে। 


 

POST A COMMENT
Advertisement