KBC Arrogant Kid: 'ঘাবড়ে গিয়েছিলাম, ভবিষ্যতে বিনয়ী হব', অমিতাভের কাছে ক্ষমা চাইলেন KBC-র শিশু প্রতিযোগী?

KBC-তে অমিতাভ বচ্চনের সামনে বসে উদ্ধত আচরণ করার কারণে খবরের শিরোনামে এসেছিল ১০ বছরের ঈশিত ভাট। চর্চা হয়েছিল তার বাবা-মায়ের দেওয়া শিক্ষা নিয়েও। এবার তার বয়ানে একটি ক্ষমা প্রার্থনা ভাইরাল হয়েছে। সত্যিই কি ক্ষমা চেয়ে নিল সেই শিশু প্রতিযোগী?

Advertisement
 'ঘাবড়ে গিয়েছিলাম, ভবিষ্যতে বিনয়ী হব', অমিতাভের কাছে ক্ষমা চাইলেন KBC-র শিশু প্রতিযোগী?ঈশিত ভাট, অমিতাভ বচ্চন
হাইলাইটস
  • ক্ষমা চেয়ে নিল KBC-র সেই শিশু প্রতিযোগী?
  • তার বয়ানে একটি পোস্ট ভাইরাল
  • ঈশিত ভাটের বাবা-মা এই বিবৃতি করেছেন বলে দাবি নেটিজেনদের

'কউন বনেগা ক্রোড়পতি ১৭' -তে সম্প্রতি একটি এপিসোড আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল। হোস্ট অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসে ঈশিত ভাট নামে ১০ বছরের এক শিশু প্রতিযোগীর আচরণ  মোটে ভাল চোখে নেয়নি দর্শকরা। অভিযোগ, কিংবদন্তি বর্ষীয়ান তারকার সঙ্গে তার আচরণ ছিল উদ্ধত। যেভাবে ঈশিত বিগ বি-র সঙ্গে কথা বলছিল, তাতে প্রশ্ন উঠতে শুরু করে বাবা-মায়ের শিক্ষা নিয়েও। তবে এবার সেই ১০ বছরের শিশু অমিতাভের কাছে ক্ষমা চেয়ে নিল বলে খবর। 

KBC-র ওই এপিসোড সম্প্রচার হওয়ার পর থেকে এক সপ্তাহ কেটে গিয়েছে। ঈশিত ভাট অফিশিয়াল নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। দেখা যাচ্ছে সেটি AI দিয়ে তৈরি। হনুমানজির মূর্তির সামনে জোড়হাত করে বসে রয়েছে ঈশিত। সঙ্গে তার বয়ানে লেখা ক্যাপশন, 'সকলকে বলতে চাই কউন বনেগা ক্রোটড়পতিতে আমার আচরণের জন্য ক্ষমাপ্রার্থী। বুঝতে পারছি, অনেকেই আঘাত পেয়েছেন। হতাশ হয়েছেন এবং আমি যেভাবে কথা বলেছি তাতে অসম্মানিত বোধ করেছেন। আমার সত্যিই অনুতাপ হচ্ছে।' যদিও এই ভিডিও কিংবা ওই ইনস্টা পেজের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

কিন্তু ভিডিও এবং ক্যাপশনে ঈশিতের বয়ানে লেখা হয়েছে, সে অত্যন্ত ঘাবড়ে গিয়েছিল। ঔদ্ধত্য দেখাতে চায়নি মোটেই। ঘাবড়ে গিয়েই কথাগুলো বলে ফেলেছিল সেদিন। যেটা খুব খারাপ দেখতে লেগেছে। সে বলে, 'উদ্ধত আচরণ করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। আমি অমিতাভ বচ্চন স্যরকে শ্রদ্ধা করি এবং এই অনুষ্ঠানের সকলকেই সম্মান করি।' এমনকী, কউন বনেগা ক্রোড়পতির এই ঘটনা এবং অভিজ্ঞতা তাকে বড়সড় শিক্ষা দিল বলেও উল্লেখ করে সে।

পোস্টে দেখা গিয়েছে ঈশিত আরও লিখেছে, 'আমি জীবনে একটা বড় শিক্ষা পেলাম। আমরা কী কথা বলি, কী ভাবে বলি সেগুলোই প্রতিফলন করে, আমরা মানুষ হিসেবে কেমন। বিশেষ করে এত বড় মঞ্চে তো বটেই। আমি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে বিনয়ী হব। প্রতিটি বিষয় ভাল করে ভেবে উত্তর দেব এবং সম্মান করতে শিখব। যারা আমাকে ভুল থেকে শেখার শিক্ষা দিলেন, তাদের ধন্যবাদ।'

Advertisement

তবে এই বয়ান আদৌ ঈশিতের নিজের কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন, এটি তার বাবা-মায়ের বিবৃতি। যদিও অফিশিয়ালি এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। 

 

POST A COMMENT
Advertisement