KBC 13 : কেবিসি-তে ১ কোটি টাকা জিতলেন হিমানী বুন্দেলা, কী ছিল প্রশ্ন?

এই সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগীকে পেয়ে গেল কেবিসি (KBC)। ১ কোটি টাকার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সিজন ১৩-তে প্রথম কোটিপতি হলেন দৃষ্টিহীন প্রতিযোগী হিমানী বুন্দেলা (Himani Bundela)। 

Advertisement
কেবিসি-তে ১ কোটি টাকা জিতলেন হিমানী বুন্দেলা, কী ছিল প্রশ্ন?কেবিসি ১৩-তে ১ কোটি জয়
হাইলাইটস
  • কেবিসিতে ১ কোটি জয়
  • জিতলেন হিমানী বুন্দেলা
  • কোটি টাকার প্রশ্নটা জেনে নিন

জমে উঠেছে কৌন বনেগা ক্রোড়পতির সিজন  (Kaun Banega Crorepati Season 13) ইতিমধ্যে অনেকেই এই শো থেকে মোটা অঙ্কের অর্থ জিতেছেন। এবার এই সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগীকে পেয়ে গেল কেবিসি (KBC)। ১ কোটি টাকার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সিজন ১৩-তে প্রথম কোটিপতি হলেন দৃষ্টিহীন প্রতিযোগী হিমানী বুন্দেলা (Himani Bundela)। 

হিমানী ১ কোটি টাকা জয়ের পরেই আপ্লুত হয়ে পড়েন শোয়ের অ্যাঙ্কর অমিতাভ বচ্চন (Amitabhমু Bachchan)। আবেগতাড়িত হতে দেখা যায় হিমানির বাবা ও বোনকেও। খুশি প্রতিযোগী নিজেও। 

 

কী ছিল ১ কোটি টাকার প্রশ্ন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফ্রান্সে ব্রিটেনের গুপ্তচার হিসেবে কাজ করার সময় নূর এনায়েত খান কোন ছদ্মনাম নিয়েছিলেন?
১. ভেরা এটকিন্স
২. ক্রিস্টিনা স্কারবেক
৩. জুলিয়েন আইস্নর
৪. জিন-মেরি রেনিয়র

পশ্নের সঠিক জবাব হল জিন-মেরি রেনিয়র। প্রশ্নের উত্তর দেওয়ার সময় হিমানী বলেন তিনি এটি স্কুলে পড়েছিলেন। হিমানির খুব প্রশংসা করেন অমিতাভ বচ্চনও। প্রসঙ্গত, আগামী শুক্রবার কেবিসির হট সিটে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগকে।  

 

POST A COMMENT
Advertisement