কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত ২৫ মে অনলাইনে অনুষ্ঠিত হল 'কাজীর কিরণে' শীর্ষক অনুষ্ঠানটি। ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়া এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন চারুলতা প্রামাণিক। যিনি আগে পরিচিত ছিলেন ঋতুরাজ প্রামাণিক হিসাবে। বহু দিন ধরে পুরুষ শরীরে নারী গুমরে মরেছে। অবশেষে পরিবারের সহযোগিতায় তিনি নারীতে রূপান্তরিত হয়েছেন। সাংবাদিকতার সঙ্গে সঙ্গে বাচিক শিল্প, সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগঠক হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন চারুলতা। আর চারুলতা হয়েই তিনি কাজী নজরুল ইসলামের বিশেষ অনুষ্ঠানে আত্মপ্রকাশ করলেন।
চারুলতা-র সঙ্গে অনুষ্ঠানটির যৌথ পরিকল্পক স্বর্ণপদক প্রাপ্ত সঙ্গীতশিল্পী আর্য শাওন ভট্টাচার্য। তাঁর সংস্থা 'আর্য সঙ্গীত একাডেমী' এবং চারুলতার নান্দনিক মানুষ-এর যৌথ প্রয়াসে এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে কবিতা পাঠে সুদূর আমেরিকা থেকে অংশগ্রহণ করেছেন কাজী নজরুলের নাতনী অনিন্দিতা কাজী। এ ছাড়াও কলকাতা থেকে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, লাবনী সরকার, দোলন রায় এবং লন্ডন থেকে সৈয়দ আল ফারুক পাঠ করেছেন নজরুলের কবিতা।
ক্লিক করে দেখুন সম্পূর্ণ অনুষ্ঠানটি:
সঙ্গীত উপস্থাপনায় ছিলেন লোপামুদ্রা মিত্র, চন্দ্রাবলী রুদ্র দত্ত, লাজবন্তী রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, নাহিদ নাজিয়া, দীপাবলি দত্ত, সৌমিলি কুন্ডু এবং আর্য শাওন। নৃত্য নিবেদনে ছিলেন পলি গুহ, কোহিনুর সেন বরাট, দেবামিত্রা সেনগুপ্ত ও অনুরেখা ঘোষের মত প্রখ্যাত নৃত্যশিল্পীরা। এ ছাড়াও উদীয়মান নৃত্যশিল্পী সেঁজুতি ভৌমিক, প্রিয়াঙ্কা দাস চৌধুরী ও অনন্যা ভৌমিক-কে দেখা গিয়েছএ অনুষ্ঠানে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিশিষ্ট বাচিকশিল্পী সুচরিতা রায়।