কয়েক বছর আগে তাঁকে নিয়ে চর্চা কম ছিল না। তাঁর ১৪ বছরের দাম্পত্য জীবনে ঝড় ওঠে। তবে এখন সবটাই শান্ত। মেয়েকে নিয়ে আপাতত সিঙ্গল লাইফ কাটাচ্ছেন দেবের অনস্ক্রিন নায়িকা। বয়স ৪৫-এর কোঠায় পৌঁছালেও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। কথা হচ্ছে বরখা বিস্তকে নিয়ে। যার পদবীতে এখনও সেনগুপ্ত উপস্থিত। মেয়ে মীরা ও চর্চিত প্রেমিক আশিস শর্মাকে নিয়ে পাটায়াতে জন্মদিন পালন করতে দেখা গেল নায়িকাকে। বরখা নিজেই আশিসের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে।
এই বছরের জন্মদিনটা একটু বিশেষ বরখার কাছে। কারণ ১৪ বছর পর তিনি আবারও দেবের নায়িকা খাদান ছবিতে। এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল দুই পৃথিবী-তে। জন্মদিন একই মাসে এবং প্রায় কাছাকাছি তারিখে হওয়ায় অনেকেই ভেবেছিলেন বরখা হয়তো তাঁর জন্মদিন কলকাতাতেই কাটাবেন। কিন্তু বরখা সেই পথে না হেঁটে, সোজা থাইল্যান্ডে পৌঁছে গিয়েছেন। সঙ্গে মেয়ে, বোন এবং চর্চিত প্রেমিক আশিস। বরখার পোস্ট করা ছবিতেই দেখা গিয়েছে আশিসের বাহুলগ্না নায়িকা।
বয়স ৪৫ হলেও বরখাকে দেখে বোঝার উপায় নেই। এখনও তিনি তাঁর চাবুক ফিগারে নেটদুনিয়াকে ঘায়েল করতে সিদ্ধহস্ত। পারিবারিক সব ছবির মধ্যে আশিসের সঙ্গে বরখার ছবি সকলেরই নজর কেড়েছে। কালো রঙের মিনি ড্রেসে আশিসের বাহুলগ্না বরখা। চর্চিত প্রেমিকের নজর বরখার দিকেই। প্রসঙ্গত, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে বরখার ১৪ বছরের সংসার ভাঙে। তাও আবার এক টলি নায়িকার কারণে। যদিও ইন্দ্রনীলের সঙ্গে সেই নায়িকার সম্পর্ক এখন অতীত। তবে বরখা আর পিছন ফিরে তাকাতে নারাজ বরং মেয়েকে নিয়ে খুব ভাল জীবন কাটাচ্ছেন নায়িকা।
প্রসঙ্গত, স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে তাঁর দূরত্বের খবর একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিলেও বরখা কিন্তু এখনও তাঁর নামের পাশে ‘সেনগুপ্ত’ পদবী ব্যবহার করেন। আইনত বিচ্ছেদের খবরও কখনও তাঁর ঘোষণা করেননি। মেয়ে মীরাকেও দেখা যায় মা ও বাবা দুজনের সঙ্গেই সময় কাটাতে। তবে বরখার মনের মানুষ এই আশিস শর্মাই কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।