এই বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সৌমিত্রহীন। তবুও তিনি রয়েছেন বাঙালির মননে। রবীন্দ্র সদনে দেখানো শুরু হল উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’ (Apur Sangsar)।
বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টলি পাড়ার এক ঝাঁক তাড়কা হাজির KIFF-র ভার্চুয়াল অনুষ্ঠানে। কার্যত চাঁদের হাট নবান্ন সভাঘরে।
ভাই সম্বোধন করে শাহরুখ খানকে রাখী বন্ধন উৎসবে আসার আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
"কলকাতা আমার দ্বিতীয় বাড়ি" ভার্চুয়াল অনুষ্ঠানে বললেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।
ভার্চুয়াল অনুষ্ঠানেই হাজির বলিউড বাদশা তথা পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।
শ্রদ্ধা জানানো হল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে
উন্মোচন হল ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের লোগো। উন্মোচন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়ার্ল্ড সিনেমার অনেক কিংবদন্তিদের জন্ম শতবর্ষ এই সালেই। KIFF ২০২১-এ তাই চলচ্চিত্র জগতের ৫ মহীরুহকে শতবার্ষিক শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে।
'বুক মাই শো' থেকে কাটা যাচ্ছে সমস্ত টিকিট।
বক্তব্য রাখছেন KIFF সভাপতি তথা পরিচালক রাজ চক্রবর্তী।
প্রদীপ জ্বালিয়ে শুরু হল KIFF-র উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান আজ। ৮-১৫ জানুয়ারী হতে চলেছে ২৬ তম চলচ্চিত্র উৎসব।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন হবে KIFF ২০২১-র।