scorecardresearch
 

KIFF 2024- Inaugural Film: তপন সিনহার 'গল্প হলেও সত্যি' দিয়ে শুরু হবে চলচ্চিত্র উৎসব! কখন- কোথায় দেখা যাবে?

30th Kolkata International Film Festival: গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম কিফ জাঁকজমকে আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। শুক্রবার কিফের সাংবাদিক বৈঠকে লঞ্চ হল এবারের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক লোগো।   

Advertisement

বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival / KIFF) দিকে। আর হাতে গোনা দিন পরে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival)। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম কিফ জাঁকজমকে আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। শুক্রবার কিফের সাংবাদিক বৈঠকে লঞ্চ হল এবারের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক লোগো।   

থিম সং- ফোকাস দেশ

'বাংলার মাটিতে বিশ্বের ছবি' এই থিমেই মূলত সেজে উঠবে নন্দন সহ অন্যান্য ভেন্যু। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ ফ্রান্স। কিছু কিংবদন্তি ফরাসি ছবি প্রদর্শিত হবে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিং।

৩০ তম KIFF-র দিনক্ষণ 

৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি। প্রতিবারের মতো এবছরও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। এবছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষকে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন কো-চেয়ারম্যান হিসাবে।   

উদ্বোধনী অনুষ্ঠান

প্রতিবারের মতো এবারও তারকাখচিত উৎসবের আয়োজন হবে শহরে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত বসবে চাঁদের হাট। অন্যবার নেতাজি ইন্ডোরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। যদিও সূত্র মারফত শোনা যাচ্ছে, কিছুটা হলেও অন্য বছরের থেকে জৌলুস কমবে। মনে করা হচ্ছে, সম্প্রতি শহরের কিছু ঘটনাই দায়ী এর জন্য। আরজি কর কাণ্ড, ফেডারেশনের সঙ্গে পরিচালকদের সংঘাত সহ আরও বেশ কয়েকটি বিষয়ে, সম্প্রতি সরকারের সঙ্গে মত বিরোধ ও দূরত্ব তৈরি হয় টলিপাড়ার অনেকের। এজন্যেই নাকি চলচ্চিত্র উৎসবে সামিল হতে পারেন অনেক কম সংখ্যক টলি তারকা। উদ্বোধন ও শেষ লগ্নে ঢেলে সাজানো হয়েছে অনুষ্ঠান।

Advertisement

তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবছর আসতে পারবেন না শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা। এবার অতিথি হয়ে উপস্থিত থাকবেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউন সেলেবরা। এছাড়াও মঞ্চে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিপাড়ার কিছু তারকা। উদ্বোধনের দিন উৎসবে উপস্থিত থাকতে পারলেও, ৬ ডিসেম্বর, শিশির মঞ্চের সেমিনারে হাজির থাকবেন বিদ্যা বালন। 

উদ্বোধনী চলচ্চিত্র 

এবছরের উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে তপন সিনহা পরিচালিত ও রবি ঘোষ,  ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'গল্প হলেও সত্যি'। এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে।  ধনধান্য প্রেক্ষাগৃহে বিকাল ৫.৩ মিনিট থেকে দেখা যাবে এই কিংবদন্তি ছবিটি। 

জন্মশতবর্ষে সম্মান 

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে  তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, আক্কিনেনি নাগেশ্বর রাও, সেরগেই পারাজানভ, মার্লোন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নি শতবর্ষ উদযাপন হবে চলচ্চিত্র উৎসবে। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শনশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

প্রসঙ্গত, এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair) ছায়া পড়েছে চলচ্চিত্র উৎসবেও। প্রতিবেশী দেশ- বাংলাদেশের কোনও ছবি প্রদর্শিত হবে না সিনেমার পার্বণে (Film Festival)। জানা যাচ্ছে এবছর মাত্র একটি বাংলাদেশী ছবির (Bangladeshi Film) আবেদন জমা পড়েছিল, কিন্তু তা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়নি। এবছর ঢাকার শঙ্খ দাশগুপ্ত তাঁর 'ডিয়ার মালতি' (Dear Maloti) ছবিটি পাঠিয়েছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্যে। যদিও ছবিটি ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) প্রদর্শিত হয়েছে। 
   

TAGS:
Advertisement