KIFF 2025 Date: কবে শুরু হবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব? দেখুন দিনক্ষণ

31st Kolkata International Film Festival: বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে। প্রতিবারের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র।

Advertisement
কবে শুরু হবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব? দেখুন দিনক্ষণ   নন্দন

বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival/ KIFF) দিকে। ৩১ তম চলচ্চিত্র উৎসব চলেছিল গত বছর  ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি। জানুন ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ (29th Kolkata International Film Festival Date)। 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ৬ থেকে ১৩ নভেম্বর অবধি। আগামী উৎসবে সমস্ত বিভাগের জন্য ছবি জমা দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে ১৪ অগাস্ট। এবারের থিম, কিংবা বিস্তারিত সমস্ত তথ্য জানা যাবে খুব শীঘ্রই। প্রতিবারের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। সূত্রের খবর অনুযায়ী, জানা যাচ্ছে, ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজনে থাকবে আরও  বেশি জাঁকজমক। 

টানা চার বছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদের দায়িত্ব সামলেছেন পরিচালক -প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এর আগে এই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন। সেই স্থানে উঠে এসেছিল অরিন্দম শীল সহ আরও বেশ কয়েকজন শাসক দলের ঘনিষ্ঠদের নাম। যদিও ২৯ তম কিফ পর্যন্ত রাজই ছিলেন এই পদে। গত বছর থেকে চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা গিয়েছে গৌতম ঘোষকে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন কো-চেয়ারম্যান হিসাবে।  

২৪ জুলাই ছিল মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। এই বিশেষ দিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানের। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 'মহানায়ক' সম্মান প্রদান করা হল শিল্পীদের। হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদে এবারও থাকছেন গৌতম ঘোষ।  

প্রসঙ্গত, ৩০ তম চলচ্চিত্র উৎসবের থিম ছিল 'বাংলার মাটিতে বিশ্বের ছবি' এবং ফোকাস দেশ ছিল ফ্রান্স। উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছিল তপন সিনহা পরিচালিত ও রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'গল্প হলেও সত্যি'। উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়,  মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, মুনমুন সেন, সব্যসাচী চক্রবর্তী, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, রুক্মিণী মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় সহ আরও বেশ কিছু টলি তারকা। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement