Pallavi Sharma: দত্তবাড়ির তারকাটা বউ পর্ণা, কত টকা পারিশ্রমিক পান 'নিম ফুলের মধু'র পল্লবী

Pallavi Sharma: বাংলা সিরিয়াল দর্শকদের ভীষণ পছন্দের। বিকেল হলেই দর্শকেরা টিভির সামনে বসে পড়েন তাঁদরে পছন্দের সিরিয়াল দেখবেন বলে। আর এইভাবেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যান বহু অভিনেতা-অভিনেত্রী। পর্ণা, জগদ্ধাত্রী থেকে শুরু করে শিমুল, খড়ি-সেই তালিকায় নাম রয়েছে অনেকের।

Advertisement
দত্তবাড়ির তারকাটা বউ পর্ণা, কত টকা পারিশ্রমিক পান 'নিম ফুলের মধু'র পল্লবীপল্লবী শর্মা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • বাংলা সিরিয়াল দর্শকদের ভীষণ পছন্দের।

বাংলা সিরিয়াল দর্শকদের ভীষণ পছন্দের। বিকেল হলেই দর্শকেরা টিভির সামনে বসে পড়েন তাঁদরে পছন্দের সিরিয়াল দেখবেন বলে। আর এইভাবেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যান বহু অভিনেতা-অভিনেত্রী। পর্ণা, জগদ্ধাত্রী থেকে শুরু করে শিমুল, খড়ি-সেই তালিকায় নাম রয়েছে অনেকের। জনপ্রিয়তার পাশাপাশি এই তারকাদের উপার্জনও মন্দ হয় না। সেররমই এক অভিনেত্রী হলেন পল্লবী শর্মা, যিনি নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণা নামে পরিচিত। আর পল্লবী তথা পর্ণা কত আয় করেন তা জানেন?

বাংলা টেলিভিশন জগতে জনপ্রিয় এক সিরিয়াল হল নিম ফুলের মধু। আর এই সিরিয়ালের দৌলতে ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছেন দত্ত বাড়ির বউমা পর্ণা তথা পল্লবী শর্মা। শাশুড়ি কৃষ্ণা দত্তের সঙ্গে আদরের বাবুকে নিয়ে ঝগড়া-অশান্তি পর্ণার হয়েই থাকে। এখন অবশ্য টিআরপি তালিকায় নিম ফুলের মধু সেভাবে তাঁর ম্যাজিক দেখাতে পারছেন না, তা বলে ভাঁটা পড়েনি পর্ণার জনপ্রিয়তায়। এই মুহূর্তে পর্ণা ওরফে পল্লবী শর্মা একজন জনপ্রিয় অভিনেত্রী। আর তাঁর পারিশ্রমিক যে চড়া হবে সেটা আর নতুন করে বলার কিছুই নেই। 

‘কে আপন কে পর’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়ের পথ চলা। জবা হিসাবে সেই সময় পরিচিতি পান তিনি। সে সময় লিডেই তিনি পেতেন মাত্র ২০ হাজার টাকা। এরপর দীর্ঘ বিরতির পর পর্ণা ফেরেন নিম ফুলের মধু সিরিয়ালে। বিনোদনের এক ওয়েব সাইট থেকে জানা গিয়েছে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার টাকা। টেলিভিশন দুনিয়ায় পল্লবীর জনপ্রিয়তা কম নয়।  দত্ত বাড়ির বউ পর্ণা সকলের মন জয় করে নিয়েছেন। রুবেল-পল্লবীর রিল লাইফের জুটি দর্শকদের দারুণ পছন্দের। পল্লবীর জনপ্রিয়তা যদিও আগেও ছিল। পর্ণা চরিত্রের আগে দর্শকেরা পল্লবীকে জবা হিসাবেই চিনতেন।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

২০১৬ সালে কে আপন কে পর ধারবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০২০ সাল পর্যন্ত চলে ওই সিরিয়াল। তার আগে দুই পৃথিবী নামের একটি ধারাবাহিকে কাজ করতেন পল্লবী। ২০১৬ থেকে ২০২০, এই চার বছরে জবা সেনগুপ্ত হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। কে আপন কে পর সিরিয়ালটি দীর্ঘদিন TRP লিস্টে এক নম্বরে থেকেছে। পল্লবীকে পর্ণার আগে দর্শকেরা জবা নামেই চিনতেন। মাঝে দু'বছরের বিরতি নিয়েছিলেন তিনি। তারপর ফেরেন নিম ফুলের মধু সিরিয়ালের মাধ্যমে।

Advertisement

সম্প্রতি নিম ফুলের মধু সিরিয়ালটি ৮০০ পর্ব অতিক্রম করেছে। কেক কেটে, বিরিয়ানি খেয়ে তা দারুণভাবে সেলিব্রেট করেন পল্লবী সহ সিরিয়ালের অন্যান্য কলাকুশলীরা। বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে একের পর এক মোড়। দর্শকেরাও তা দেখার জন্য রোজ অপেক্ষা করে থাকেন। 

POST A COMMENT
Advertisement