৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবরাত পোহালেই সূচনা হবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival/ KIFF)। বছরভর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, এই চলচ্চিত্র উৎসবের (Film Festival) দিকে। এবছরের 'কিফ' (KIFF) চলবে ৬ থেকে ১৩ নভেম্বর অবধি।
প্রতিবারের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। ৬ নভেম্বর চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও বিশেষ অনুষ্ঠান করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এবছরও চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষকে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন কো-চেয়ারম্যান হিসাবে।
আরও পড়ুন: কতটা হিট বা ফ্লপ? জানুন গত ৫ বছরে জিতের কোন ছবি বক্স অফিসে কেমন আয় করেছে
কারা হাজির থাকবেন?
উদ্বোধনের দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রতি বছর বসে চাঁদের হাঁট। টলিউডের পাশাপাশি হাজির থাকেন বলিউড তারকারাও। শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতো তাবড় তারকাদের উপস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হয়েছে বহু বছর। সকলের মনে এখন প্রশ্ন, এবার কারা আসবেন? যদিও এ নিয়ে এখনও সিলমোহর দেননি 'কিফ'-র দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে গুঞ্জন, এবার অনেকটাই ফিকে হবে উদ্বোধন অনুষ্ঠান। ধনধান্য প্রেক্ষাগৃহে হবে উদ্বোধন অনুষ্ঠান।
শাহরুখ খান আসছেন?
জানা যাচ্ছে, এবছরও আসতে পারবেন না শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা। অতিথি হয়ে উপস্থিত থাকতে পারেন, শত্রুঘ্ন সিনহা ও রমেশ সিপ্পি। এছাড়াও মঞ্চে উপস্থিত থাকতে পারেন আরতি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিপাড়ার একগুচ্ছ অন্যান্য তারকারা। সূত্রের খবর, একাধিক বলিউড তারকাকে চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে কেউই সময় দিতে পারেননি। যদিও সম্প্রতি এক ট্যুইটে মমতার উদ্দেশ্যে শাহরুখ লেখেন, খুব শীঘ্রই তিনি কলকাতায় আসবেন। এর পর অনেকেই আশা করেছিলেন হয়তো চলচ্চিত্র উৎসবের জন্যই শহরে আসবেন বলিউড বাদশাহ। তবে শোনা যাচ্ছে, এখনই নয়। নিজে পরের ছবি 'কিং'-র প্রচার সারতে কলকাতায় আসবেন কিং খান।
উদ্বোধনী ছবি
উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে অজয় কর পরিচালিত, উত্তম কুমার-সুচিত্রা সেনের ছবি 'সপ্তপদী'। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধনধান্য প্রেক্ষাগৃহে এদিন বিকেল ৫.৩০ মিনিটে দেখানো হবে ছবিটি। এবছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯ দেশ থেকে বাছাই করা ২১৫ ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮ ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি প্রদর্শিত হবে। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা ও পুরষ্কার থাকছে। প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডার আয়োজন হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’।
আরও পড়ুন: 'আমাদের সম্পর্ক...', অবশেষে অনির্বাণের সঙ্গে প্রেমে সিলমোহর সোহিনীর!
চলচ্চিত্র উৎসবের থিম ও ফোকাস কান্ট্রি
'চলচ্চিত্র মেলায় বিশ্ব' এই থিমেই মূলত সেজে উঠবে নন্দন সহ অন্যান্য ভেন্যু। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে।
ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন
ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন উপলক্ষে দেখানো হবে তাঁর বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় রয়েছে ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’। এছাড়া 'শোলে'-র ৫০ বছর উপলক্ষে 'সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার' দেবেন রমেশ সিপ্পি। সমসাময়িক ১৫ বিদেশি ছবির প্রথম প্রদর্শন হবে এই উৎসবে।