KIFF 2025: সিনেমার উৎসবে ঋত্বিক ঘটক ও সন্তোষ দত্তের কালজয়ী ছবি, কখন-কোথায় দেখবেন?

KIFF 2025: ৬ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নানান দেশের সিনেমারা ভিড় করবে এই কদিন। বাঙালি দর্শকেরা দেখতে পারবেন গোটা বিশ্বের কিছু বাছাই করা ছবি। এই কটা দিন সিনেমার প্রাণকেন্দ্র নন্দন চত্বর সেজে উঠবে নতুন করে। আন্তর্জাতিক ছবির পাশাপাশি বাঙালির দুই প্রবাদপ্রতিমের শতবর্ষ উদযাপন।

Advertisement
সিনেমার উৎসবে ঋত্বিক ঘটক ও সন্তোষ দত্তের কালজয়ী ছবি, কখন-কোথায় দেখবেন?KIFF 25-এ ঋত্বিক-সন্তোষ দত্তের ছবি
হাইলাইটস
  • ৬ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

৬ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নানান দেশের সিনেমারা ভিড় করবে এই কদিন। বাঙালি দর্শকেরা দেখতে পারবেন গোটা বিশ্বের কিছু বাছাই করা ছবি। এই কটা দিন সিনেমার প্রাণকেন্দ্র নন্দন চত্বর সেজে উঠবে নতুন করে। আন্তর্জাতিক ছবির পাশাপাশি বাঙালির দুই প্রবাদপ্রতিমের শতবর্ষ উদযাপন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের ছবির রেট্রোস্পেক্টিভ দেখা যাবে। সন্তোষ দত্ত ও ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁদের ছবির মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। 

ঋত্বিক ঘটকের সিনেমা কখন দেখানো হবে?
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমলিন নাম— ঋত্বিক কুমার ঘটক। তিনি শুধু একজন পরিচালক নন, ছিলেন এক যুগের বিবেক, এক দেশের আত্মার কণ্ঠস্বর। তাঁর সিনেমা কথা বলে। সাধারণ মানুষের জীবনচর্চা, তাঁদের রাজনৈতিক মনন, চিন্তা-ভাবনা, খাওয়া-দাওয়া, জীবন যাপন সবটা জুড়ে ঋত্বিক ঘটকের ছবি। তাঁর পরিচালিত প্রতিটি ছবি বাস্তব চিত্রের প্রতিফলন। ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এই কিংবদন্তি পরিচালকের বেশ কিছু ছবি দেখানো হবে। ইতিমধ্যেই তিতাস একটি নদীর নাম, অযান্ত্রিক ও বাড়ি থেকে পালিয়ে এই ৩টে ছবি দেখানো হয়ে গিয়েছে। বাকি রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। দেখে নিন কোনদিন কোথায় ঋত্বিক ঘটকের ছবি দেখানো হবে। 

ছবি সংগৃহীত

মেঘে ঢাকা তারা- ৮ নভেম্বর সন্ধে সাড়ে ৬টায় রাধা সিনেমা হলে ।
কোমল গান্ধার- ১১ নভেম্বর সকাল ১১টায় রবীন্দ্র সদনে।
সুবর্ণ রেখা- ১২ নভেম্বর নজরুল তীর্থ ২-এ দুপুর ২টোয়।

সন্তোষ দত্তের সিনেমা কখন দেখানো হবে?
লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চরিত্রে আম বাঙালির প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন সন্তোষ দত্ত। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ সিনেমা দিয়েই সন্তোষ দত্ত পরিচিতি পেলেন। যদিও তার অনেক আগেই দর্শকেরা শুন্ডি ও হাল্লার রাজাকে দেখে ফেলেছেন।  সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ‘সোনার কেল্লা’ গল্পে প্রথম আবির্ভাব হয় জটায়ুর। আর সেই চরিত্র দর্শকের মনে এমনভাবে খোদাই করা আছে যে এরপর বহু অভিনেতা এই জুতোয় পা গলালেও সন্তোষ দত্তকে ছুঁতে পারেননি। তবে শুধু জটায়ু চরিত্রেই নন, সন্তোষ দত্ত অভিনীত ‘জন অরণ্য’-এর হীরালাল, ‘সমাপ্তি’ ও  ‘হারমোনিয়াম’-এর কন্যাদায়গ্রস্ত পিতা, ‘গোপাল ভাঁড়’-এর গোপাল, ‘চারমূর্তি’র মেসোমশাই চরিত্রেও তিনি ছিলেন অসাধারণ। সেই সন্তোষ দত্তের শতবর্ষ উদযাপনে তাঁর ছবি দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

Advertisement

ছবি সংগৃহীত

জয় বাবা ফেলুনাথ- ৯ নভেম্বর রবীন্দ্র সদনে দুপুর ১.৩০ মিনিটে।  

 

POST A COMMENT
Advertisement