Kolkata Rain-Tollywood: বাতিল 'দেবী চৌধুরানী'র স্পেশাল স্ক্রিনিং, গাড়ি ডুবল দোলনের, অচল টলিপাড়াও

Kolkata Rain-Tollywood: সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার শহর কলকাতা যেন বানভাসি। মঙ্গলবার শহরের রাস্তাঘাট রীতিমতো জলের তলায় আর তারই সঙ্গে চূড়ান্ত নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। কেউ অফিস যেতে পারেননি, কারোর গুরুত্বপূর্ণ কাজ বাতিল হয়েছে। ট্রেন-বাস-মেট্রো কার্যত অচল হয়েছিল সোমবার।

Advertisement
বাতিল 'দেবী চৌধুরানী'র স্পেশাল স্ক্রিনিং, গাড়ি ডুবল দোলনের, অচল টলিপাড়াওঅচল টলিপাড়া
হাইলাইটস
  • সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার শহর কলকাতা যেন বানভাসি।

সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার শহর কলকাতা যেন বানভাসি। মঙ্গলবার শহরের রাস্তাঘাট রীতিমতো জলের তলায় আর তারই সঙ্গে চূড়ান্ত নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। কেউ অফিস যেতে পারেননি, কারোর গুরুত্বপূর্ণ কাজ বাতিল হয়েছে। ট্রেন-বাস-মেট্রো কার্যত অচল হয়েছিল সোমবার। সাধারণ মানুষের পাশাপাশি টলিপাড়ার তারকারাও এদিন চরম দুর্ভোগে পড়েন। কারোর শ্যুটিংয়ে যেতে সময় লেগেছে ৪ ঘণ্টা, কারোর গাড়ি জলের তলায় ডুবে গিয়েছে আবার বেশ কিছু সিরিয়ালের শ্য়ুটিং বন্ধ হয়ে যায়। 

সিরিয়ালের শ্যুটিং বন্ধ
মঙ্গলবার দুর্যোগ মাথায় নিয়ে বেশ কিছু সিরিয়ালের শ্যুটিং শুরু হলেও অনেক প্রযোজনা সংস্থাই সিরিয়াল বন্ধ রেখেছিল মঙ্গলবার। কথা সিরিয়ালের শ্যুটিং হয় জোকার কাছে স্টুডিওতে। কিন্তু মঙ্গলবার সকালেই জানিয়ে দেওয়া হয় যে এদিনের শ্যুটিং আর হবে না। এছাড়াও আনন্দী ও আমাদের দাদামণি সিরিয়ালের শ্যুটিংও বন্ধ রাখা হয়েছিল মঙ্গলবার। 

ছবি সৌজন্যে: ফেসবুক

শ্যুটিংয়ে যান শ্রুতি
ছোটপর্দায় সদ্য কামব্যাক করেছেন শ্রুতি দাস। জোয়ার ভাটা সিরিয়ালে তাঁকে দেখছেন দর্শকেরা। সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার শহরের বেহাল অবস্থা, কিন্তু শ্যুটিং বন্ধ রাখা হয়নি এই সিরিয়ালের। অভিনেত্রীর বাড়ি থেকে স্টুডিয়োর দূরত্ব ৩০ মিনিটের। কিন্তু মঙ্গলবার আড়াই ঘণ্টা ধরে ঘুরেও স্টুডিয়ো পৌঁছোতে পারলেন না শ্রুতি। ফিরে যেতে হল বাড়ি। শেষে কোনওমতে প্রোডাকশন থেকে পাঠানো গাড়িতে স্টুডিয়োর পথে ফের রওনা দিলেন নায়িকা।

গাড়ি ডুবে যায় দোলন রায়ের
সোমবারের বৃষ্টিতে মঙ্গলবার কার্যত জলের তলায় ছিল কলকাতা। বিশেষ করে যারা একতলায় থাকেন তাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে অথবা বেসেমেন্টে রাখা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তালিকায় অভিনেত্রী দোলন রায়। তিনি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে জলমগ্ন বেসমেন্টের মধ্যে ডুবে রয়েছে একাধিক গাড়ি। তার মধ্যেই নীল রঙের গাড়িটি অভিনেত্রীর। দোলন রায় জানিয়েছেন, গাড়ির মধ্যে অনেক দামি দামি জিনিস ছিল, অনেক ক্ষতি হয়ে গেল। দোলন রায় জানিয়েছেন, এই গাড়িতে বেশ কিছু কাগজপত্র রয়েছে। নিজের শাড়িও রয়েছে, যেগুলি শ্যুটিং করার সময় তিনি ব্যবহার করেন। এছাড়াও পুজোয় দেবেন বলে কিছু উপহারও গাড়িতে ছিল, সবটাই নষ্ট হয়ে গিয়েছে। 

Advertisement

গৌরব রায় চৌধুরী
সিনেমার প্রথম দিনের শ্যুটিংয়ে যেতে গিয়েই বিপদে পড়েন অভিনেতা গৌরব রায় চৌধুরী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গৌরব জানিয়েছেন, মঙ্গলবার জল জমার কারণে গড়িয়াহাটে গাড়ি ঢুকতে পারেনি তাঁর। অগত্যা ল্যাপটপের ব্যাগ কাঁধে নিয়ে জল পেরিয়ে হাঁটা শুরু করেন গৌরব। তাঁর শ্যুটিং লোকেশন ছিল মূর্শিদাবাদ। ট্রেনের টিকিট বাতিল হওয়ায় প্রযোজনা সংস্থা গাড়ির ব্যবস্থা করেন গৌরবের জন্য। তবে গৌরব উপলব্ধি করেছেন, কত মানুষ এদিন বিপদে পড়েছিলেন, কতজনের রুজি রোজগার বন্ধ হয়েছে। পোস্টের শেষে গৌরব সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। 

কাঞ্চন মল্লিকের অভিজ্ঞতা
সোমবার প্রকৃতি কতটা নিষ্ঠুর হয়েছিল তা অনেক মানুষই বুঝতে পারেননি। কারণ অধিকাংশই ঘুমোচ্ছিলেন। তবে সোমবারের ভয়ানক বৃষ্টির সাক্ষী থেকেছেন কাঞ্চন মল্লিক। দুর্যোগের রাতে ভোর তিনটের সময় তিনি শ্যুটিং থেকে বাড়ি ফিরছিলেন। প্রকৃতির ভয়াল রূপ চোখের সামনে দেখার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছে তাঁর। কাঞ্চন সেই সময় শ্যুটিং থেকে বাড়ি ফিরছিলেন। তিনি এরকম বৃষ্টি আগে কখনও দেখেননি। কাঞ্চন তাঁর ভিডিওতে বলেন, রাস্তায় যে কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত।’ কাঞ্চন জানিয়েছেন, তাঁর গাড়ির ড্রাইভার দুর্যোগের রাতে বাড়ি যেতে পারেননি, কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতেই থেকে যান। বিধায়ক-অভিনেতা বলেন, দুর্গাপুজোর আগে এমন কলকাতার রূপ দেখে সত্যি ভীষণ খারাপ লাগছে।

ছবি সংগৃহীত

বন্ধ 'দেবী চৌধুরানী'র স্ক্রিনিং
২৪ সেপ্টেম্বর, বুধবার ছিল পরিচালক শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানীর স্পেশাল স্ক্রিনিং। কিন্তু শহরজুড়ে এমন পরিস্থিতি, যা মঙ্গলবারের পর বুধবারও স্বাভাবিক হয়নি, সেই জন্য বুধবারের স্পেশাল স্ক্রিনিং বাতিল করা হয়।  


 

 

POST A COMMENT
Advertisement