Kumar Sanu: প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা কুমার শানুর, কেন করলেন জানেন?

বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মুম্বই হাইকোর্টে করা ওই মামলায় তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি, প্রাক্তন স্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

Advertisement
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা কুমার শানুর, কেন করলেন জানেন?
হাইলাইটস
  • বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
  • মুম্বই হাইকোর্টে করা ওই মামলায় তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মুম্বই হাইকোর্টে করা ওই মামলায় তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি, প্রাক্তন স্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

কুমার শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে দায়ের করা আবেদনে বলা হয়েছে, রীতা ভট্টাচার্য গায়ক ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে সব মন্তব্য ও পোস্ট করেছেন, সেগুলি সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর। আবেদনে রীতাকে ভবিষ্যতে কোনও সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কুমার শানু ও তাঁর পরিবার সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে মেটা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা বিতর্কিত পোস্ট ও সাক্ষাৎকার অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে আদালতের কাছে।

আইনি নথি অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য যে অভিযোগগুলি করেন, তার পরেই এই আইনি পদক্ষেপ নেন কুমার শানু। আবেদনে উল্লেখ করা হয়েছে, ওই সাক্ষাৎকার ২০০১ সালে হওয়া বিবাহবিচ্ছেদের সময় আদালতে গৃহীত পারস্পরিক সম্মতির শর্ত লঙ্ঘন করেছে। ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি বান্দ্রার পারিবারিক আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। সেই সময় উভয় পক্ষই সম্মত হয়েছিলেন যে ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মন্তব্য করবেন না।

কুমার শানুর দাবি, ওই চুক্তি অমান্য করে রীতা ভট্টাচার্য প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মানসিক হয়রানি করেছেন এবং তাঁর সামাজিক সুনাম ক্ষুণ্ণ করেছেন। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা চেয়েছেন।

অন্যদিকে, রীতা ভট্টাচার্য একটি সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তৃতীয় সন্তানের জন্মের সময় তিনি চরম মানসিক ও শারীরিক কষ্টের মধ্যে ছিলেন। তাঁর অভিযোগ, সেই সময় কুমার শানু তাঁকে যথাযথ খাবার ও ওষুধ দিতে অস্বীকার করেছিলেন এবং গর্ভাবস্থাতেই আদালতে হাজির হতে বাধ্য করেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, শানু তাঁদের সন্তানদের পরিত্যাগ করেছিলেন এবং ন্যূনতম সহায়তাও দিতেন না।

Advertisement

এই পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরেই এবার আদালতের ময়দানে গড়াল কুমার শানু ও তাঁর প্রাক্তন স্ত্রীর দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব।

 

POST A COMMENT
Advertisement