Taniska Tiwari: মুম্বইয়ে পাড়ি তানিষ্কার, বলিউডে ডেবিউ করছে পর্দার 'কুসুম'

Taniska Tiwari: 'কুসুম' ধারাবাহিক-এর মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তানিষ্কা তিওয়ারি। একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। বয়সে একেবারেই ছোট তানিষ্কা। দশম শ্রেণীর ছাত্রী। তবে এরই মধ্যে তাঁর কেরিয়ারে নতুন পালক জুড়ে গেল।

Advertisement
মুম্বইয়ে পাড়ি তানিষ্কার, বলিউডে ডেবিউ করছে পর্দার 'কুসুম'বলিউডে ডেবিউ তানিষ্কার
হাইলাইটস
  • 'কুসুম' ধারাবাহিক-এর মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তানিষ্কা তিওয়ারি।

'কুসুম' ধারাবাহিক-এর মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তানিষ্কা তিওয়ারি। একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। বয়সে একেবারেই ছোট তানিষ্কা। দশম শ্রেণীর ছাত্রী। তবে এরই মধ্যে তাঁর কেরিয়ারে নতুন পালক জুড়ে গেল। বলিউড ছবিতে তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করলেন তানিষ্কা। সোশ্যাল মিডিয়ায় দিলেন সেই সুখবর। 

ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে চার বছর পার করে ফেলেছেন তানিষ্কা। এখন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় শিশু শিল্পী হলেও একটা সময় ছিল যখন তার অভিনয়ে আসার কোন ইচ্ছাই ছিল না। অভিনেত্রীর  প্রথম সিরিয়াল ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। পরবর্তীতে স্টার জলসার ‘কে আপন কে পর’। এই সিরিয়ালের নায়িকা জবার মেয়ে কুহু হয়ে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি। পরবর্তীতে স্টার জলসার অপর একটি ধারাবাহিক ‘ফেলনা’-তে  টুকটুকি চরিত্রে অভিনয় করেও দর্শকদের বেশ প্রশংসা পেয়েছিলেন এই ক্ষুদে শিল্পী। 

সেই তানিষ্কাই এখন কুসুম সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন। শ্যুটিং সেটেই চলে পড়াশোনা। পুজোর আগেই পরীক্ষা ছিল নায়িকার, সেটেই তাঁকে পড়াশোনা করতে ও শ্যুট করতে দেখা যায়। আর এরই মাঝে বড় সুখবর শেয়ার করলেন তানিষ্কা সকলের সঙ্গে। তু অউর ম্যায় ছবিতে অভিনয় করছেন তানিষ্কা। দিব্যা দত্ত, জিমি শেরগিল সহ ছবির নির্মাতা ও কলা-কুশলীদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তানিষ্কা। এই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, সকলের সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা। আমার প্রথম হিন্দি ছবি তুম অউর ম্যায়। স্বাভাবিকভাবে এত ছোট বয়সে এই সাফল্য পেয়ে যারপরনাই খুশি পর্দার কুসুম। 

ফেলনা ধারাবাহিকের পর টেলিভিশনে বহুদিন দেখা যায়নি তানিষ্কাকে। তবে কুসুম সিরিয়ালের মাধ্যমে ফের পর্দায় দেখা যায় তাঁকে। এবার একেবারে প্রধান চরিত্রে। অভিনয়ের পাশাপাশি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। শ্যুটিং-এর ফাঁকে মেকআপ রুমেই পড়াশোনা সেরে নেন তানিষ্কা। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement