ভারতের অ্যানিমেশন জগতে উচ্ছ্বাস। পরিচালক অশ্বিন কুমারের পৌরাণিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘মহাবতার নরসিংহ’ এবার অস্কারের অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে যোগ্য ৩৫টি ছবির তালিকায় জায়গা করে নিল। ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। তার অ্যানিমেশন বিভাগে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উৎসাহ ছড়িয়েছে ভারতীয় চলচ্চিত্রমহলে। আনুষ্ঠানিক সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।
আমেরিকার থিয়েটার রিলিজের পর যোগ্যতা
একাডেমির নিয়ম অনুযায়ী, কোনও অ্যানিমেটেড ফিচারকে শর্টলিস্টের জন্য যোগ্য হতে হলে আমেরিকায় অন্তত এক সপ্তাহ ধরে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হয়। কমপক্ষে ৭ দিন টানা স্ক্রিনিং, প্রতিদিন ৩টি শো, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে অন্তত একবার প্রদর্শন। এই শর্ত পূরণের পরই ‘মহাবতার নরসিংহ’ বিবেচনার তালিকায় এসেছে।
বিষ্ণুর অবতারদের গল্প
চলচ্চিত্রটি বিষ্ণুর দুই অবতার, বরাহ এবং নরসিংহকে কেন্দ্র করে নির্মিত। এটি নির্মাতাদের পরিকল্পিত ৭ পর্বের মহাবতার সিনেমাটিক ইউনিভার্স-এর প্রথম অধ্যায়। ভারতে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। বক্স অফিসে আয় করেছে ৩২৫ কোটিরও বেশি। মুক্তি পেয়েছে ২ডি ও ৩ডি দু’ধরনের ফরম্যাটে। পরে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হওয়ায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা আরও বাড়ে। বিশ্ববাজারেও এটি আয় করেছে ৪০০ কোটির বেশি, যা এটিকে ২০২৪ সালের অন্যতম সফল ভারতীয় ছবিতে পরিণত করেছে।
অশ্বিন কুমারের ধারণা ও চিত্রনাট্যে তৈরি এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানারে, সহযোগী হিসেবে ছিলেন হোম্বালে ফিল্মস, যারা কেজিএফ ও কান্তারা-র মতো ছবির নির্মাতা। বাজেট প্রায় ৪০ কোটি। ভিজ্যুয়াল ডিজাইন, আন্তর্জাতিক মানের অ্যানিমেশন। যা 'দ্য লায়ন কিং’ (২০১৯) ও ‘কোচাদাইয়ান’-এর রেকর্ডও ছাড়িয়ে গেছে।