শুভশ্রীকে ট্রোলিং কাণ্ডে গ্রেফতার যুবকলিওনেল মেসির সফর ঘিরে কলকাতায় যে লজ্জাজনক ঘটনা ঘটে গিয়েছিল, তা অজানা নয় কারোরই। মেসিকে না দেখতে পেয়ে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় স্টেডিয়ামে। আসলে মেসি-সুয়ারেজ-ডি'পলদের ছেঁকে ধরেছিলেন নেতা-মন্ত্রী, VVIP এবং তাঁদের কয়েকশো অনুগামীরাও। মেসির অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পেয়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। আর ফুটবল তারকার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তাঁর দিকে একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে থাকে।
মেসির সঙ্গে শুভশ্রীর ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে একাধিক খারাপ মন্তব্যের সম্মুখীন হতে হয়েছিল। এমনকী সেই কটাক্ষ থেকে রেহাই পায়নি রাজ-শুভশ্রীর সন্তানরাও। এই পরিস্থিতিতে ময়দানে নামেন পরিচালক ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন পরিচালক। গত ১৪ ডিসেম্বর রাতে টিটাগড় থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন রাজ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগের দিন পনেরোর মধ্যেই ঘটনায় অভিযুক্ত বিট্টু শ্রীবাস্তবকে বিহার থেকে গ্রেপ্তার করল পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত বিট্টু টিটাগড়ের বাসিন্দা হলেও বর্তমানে বিহারে থাকে সে। ট্রানজিট রিমান্ডে টিটাগড়ে নিয়ে আসা হয় বিট্টুকে। ব্যারাকপুর আদালতে অভিযুক্তকে তোলা হলে তাকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই পোস্টগুলোর পেছনে অন্য কেউ জড়িত ছিল কিনা বা কোনো বাইরের প্ররোচনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। থানায় অভিযোগের আগে রাজ সোশ্যাল মিডিয়াতেও লম্বা পোস্ট করেছিলেন। কিন্তু তারপরও ট্রোলিং থামেনি, তাই গোটা বিষয়টি লিখিত আকারে টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
শুভশ্রী নিজেও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। মেসি কাণ্ডে ইতিমধ্যেই শতদ্রু সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করছে বিধাননগক দক্ষিণ থানার পুলিশ।