মানালি-ঋজুসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টেলি অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে তোলপাড়। তাঁর করা একটি মন্তব্য নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই একাধিক মেয়ের স্ক্রিনশটে দেখা যাচ্ছে বউ কথা কও খ্যাত নিখিলের মেসেজ, যেখানে তিনি সব মেয়েদের প্রশংসা করে লিখেছেন 'Btw You Look Good In Saree'। তবে যত না বেশি ঋজুকে নিয়ে চর্চা হচ্ছে তার চেয়েও বেশি তাঁর করা এই মেসেজ নিয়ে নানান ধরনের ঠাট্টা-তামাশা চলছে। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে মানালির ছবি পোস্ট করে প্রশংসা করলেন সেলিব্রিটি ডিজাইনার অভিষেক রায়।
অভিষেক রায় তাঁর ফেসবুক পেজে মানালি দে-এর একটি শাড়ি পরা ছবি পোস্ট করেন। তাঁরই ডিজাইন করা শাড়ি ও ব্লাউজে দেখা যাচ্ছে মানালিকে। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই ছবি পোস্ট করে অভিষেক রায় ক্যাপশনে লিখলেন, মানালি মণীষা দে you look good in saree। এরপর অভিষেক হ্যাশট্যাগে বউ কথা কও-লেখেন। আর এই পোস্টের মাধ্যমে এই সিরিয়ালের নায়ক ঋজুর ভাইরাস মন্তব্যকেই নিশানা করা হয়েছে তা স্পষ্ট।
বউ কথা কও সিরিয়ালে মৌরি ও নিখিলের জুটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। বেশ কিছু বছর টেলিভিশন দুনিয়ায় রাজ করেছে এই বউ কথা কও সিরিয়াল। নিখিল তথা ঋজু বিশ্বাসের বিপরীতে মানালিকে দেখতে দর্শকদের ভালই লাগত। এই সিরিয়ালই ঋজুকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। এরপর বেশ কিছু সিরিয়াল ও সিরিজে তাঁকে দেখা গিয়েছে। তবে মানালি যেমন এখনও চুটিয়ে কাজ করে চলেছেন নিখিল তথা ঋজু কিন্তু এখন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরেই রয়েছেন।
২০০৯ সালে শুরু হয়েছিল রবি ওঝা প্রযোজিত বউ কথা কও। এক ঝাঁক নতুন মুখ লিড চরিত্রে রেখে শুরু হয়েছিল এই সিরিয়াল। নায়ক নিখিলের ভূমিকায় একদম নতুন মুখ ঋজু বিশ্বাস ও নায়িকা মৌরীর ভূমিকায় মানালি দে। আজও এই জুটিকে দর্শক ভুলতে পারেনি। এই সিরিয়াল শেষ হওয়ার পর ঋজুকে দেখা গিয়েছিল 'তোমায় আমায় মিলে' র নায়ক নিশীথের ভূমিকায়। এছাড়াও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন নিখিল। তবে সম্প্রতি হওয়া এই ঘটনা নিখিল তথা ঋজুকে আরও একবার লাইমলাইটে নিয়ে এল, সে কথা স্বীকার না করে উপায় নেই।