Messi In Kolkata: 'টিকিট কাটল মানুষ...', মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যালে কটাক্ষের মুখে শুভশ্রী

Messi In Kolkata: শুধু একবার স্বপ্নের নায়ক মেসিকে দেখবেন বলে হাজার হাজার টাকার টিকিট কেটে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মেসিকে দেখার আগেই স্টেডিয়ামে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। লিওনেল মেসিকে শহরে এনে রীতিমতো লজ্জার মুখে পড়তে হল শহর কলকাতাকে। যুবভারতীতে অনুষ্ঠিত গোট কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা লিওনেল মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে চেয়ার ছোড়াছুড়ি।

Advertisement
'টিকিট কাটল মানুষ...', মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যালে কটাক্ষের মুখে শুভশ্রীমেসির সঙ্গে ছবি তুলে ট্রোলড শুভশ্রী
হাইলাইটস
  • শুধু একবার স্বপ্নের নায়ক মেসিকে দেখবেন বলে হাজার হাজার টাকার টিকিট কেটে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে।

শুধু একবার স্বপ্নের নায়ক মেসিকে দেখবেন বলে হাজার হাজার টাকার টিকিট কেটে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মেসিকে দেখার আগেই স্টেডিয়ামে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। লিওনেল মেসিকে শহরে এনে রীতিমতো লজ্জার মুখে পড়তে হল শহর কলকাতাকে। যুবভারতীতে অনুষ্ঠিত গোট কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা লিওনেল মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে চেয়ার ছোড়াছুড়ি। রদ্রিগো দি পল, লুই সুয়ারেজের সঙ্গে মেসি মাঠে প্রবেশ করেন। কিন্তু তাঁকে ঘিরে সেলিব্রিটি ও প্রাক্তন ফুটবলারদের ভিড়ে বিরক্ত হন তিনি। এর পর মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর সেই অনুষ্ঠানে গিয়ে মেসির সঙ্গে টলিপাড়ার নায়িকা শুভশ্রী ছবি তোলেন আর সেই ছবি পোস্ট করতেই ট্রোলের মুখে পড়েন রাজ-ঘরণী। 

যুবভারতীতে মেসির সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা শুভশ্রী। সকাল সকাল তিনি যুবভারতীতে হাতির হয়ে যান। পরনে চেক স্কার্ট ও বিস্কুট রঙের ফুলস্লিভ টপ।  নায়িকা যে মেসি ভক্ত, সেটা টলিপাড়ার অনেকেই কমবেশি জানেন। কলকাতায় মেসি আসছে শোনার পর থেকে উত্তেজিত ছিলেন শুভশ্রী। মেসিকে কাছ থেকে এক ঝলক দেখার অপেক্ষা ছিলেন তিনি। তাই যুবভারতীতে মেসি আসতেই তাঁর সেই ছবি তোলার স্বপ্ন পূরণ হল। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ট্রোলের বন্যা বয়ে যায়। 

মেসি ও শুভশ্রীর ছবির নীচে কেউ লেখেন, TMC পার্টি করো আর মেসির সঙ্গে সেলফি নাও। কেউ আবার লেখেন, লাখ লাখ ভক্তরা টিকিট কেটেও মেসিকে স্ক্রিনে পর্যন্ত দেখতে পেল না আর এরা পার্টির মাধ্যমে সামনে গিয়ে ছবি তোলে। আবার কেউ লেখেন, বলছি সাধারণ মানুষের পরিশ্রমের টাকাটা? আবার কেউ লেখেন, ঠিক কতবার মেসির খেলা দেখেছেন? ফুটবল নিয়ে জানেন আদৌও কিছু...এতো সাধারণ মানুষ যারা সত্যিকারের ফ্যান ছিল...যাদের কাছে মেসিকে দেখার স্বপ্ন ছিল...যারা নিজেদের সেভিংসের টাকা খরচ করে ওখানে গিয়েছিল...তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। আবার কেউ কেউ লেখেন, সবকিছু তো সেলেব্রিটিদের জন্য, সাধারণ মানুষের জন্য কী আছে?

Advertisement

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, মেসির গোটা মাঠ প্রদক্ষিণ করার কথা থাকলেও, সেই পরিকল্পনা বাতিল করতে হল। গ্যালারি থেকে মাঠে বোতল, চেয়ার ছোড়েন দর্শকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসরে গেলেও সামলাতে পারেনি। ফলে চরম বিশৃঙ্খলার জেরে লজ্জার মুখে পড়তে হল সিটি অফ জয়কে। কলকাতাতেই তিনি প্রথম ম্যাচ খেলেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে ক্যাপ্টেন হিসেবে। সেই মাঠেই বিরক্ত হয়ে ছাড়তে হল মাঠ। ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, মেসিকে তৃণমূলের নেতা-মন্ত্রীরা ঘিরে ধরার জন্য তাঁরা তাঁকে দেখতে পারেননি। 
 

POST A COMMENT
Advertisement