Abir-Mimi: আবিরের কোলে বসে মিমির রোম্যান্স, সি বিচে প্রেম জমে ক্ষীর, VIDEO

Abir-Mimi: এবার পুজোয় প্রেমিকাদের সামলে রাখতে হবে তাঁদের প্রেমিককে। নীল বিকিতে মিমির দিক থেকে তাঁদের চোখ নাও সরতে পারে। মেদহীন ফিগার দেখে মুখ হাঁ হয়ে যাবে পুরুষদের। তাই আগে থেকে প্রেমিকাদের সতর্ক করে দেওয়াই ভাল। তপ্ত বালি আর নীল সমুদ্রে দুই পুলিশ অফিসারের মাখো মাখো রোম্যান্স, একজন মিমি থুড়ি সংযুক্তা আর একজন আবির তথা পঙ্কজ।

Advertisement
আবিরের কোলে বসে মিমির রোম্যান্স, সি বিচে প্রেম জমে ক্ষীর, VIDEO সি বিচে রোম্যান্স আবির-মিমির
হাইলাইটস
  • এই বছরের জুলাই মাসেই মিমির বিকিনি লুকস শোরগোল ফেলে দিয়েছিল নেট পাড়ায়।

এবার পুজোয় প্রেমিকাদের সামলে রাখতে হবে তাঁদের প্রেমিককে। নীল বিকিতে মিমির দিক থেকে তাঁদের চোখ নাও সরতে পারে। মেদহীন ফিগার দেখে মুখ হাঁ হয়ে যাবে পুরুষদের। তাই আগে থেকে প্রেমিকাদের সতর্ক করে দেওয়াই ভাল। তপ্ত বালি আর নীল সমুদ্রে দুই পুলিশ অফিসারের মাখো মাখো রোম্যান্স, একজন মিমি থুড়ি সংযুক্তা আর একজন আবির তথা পঙ্কজ। পিস্তল, মারপিট, অ্যাকশন থেকে একটু রেহাই পেতেই রোম্যান্সে মজলেন মিমি-আবীর। আর নায়িকার চোখে হারিয়ে গেলেন নায়ক। থাইল্যান্ডে মিমি-আবিরের প্রেম জমে ক্ষীর, আর প্রেমের আগুনে হাওয়া দিল নবাগতা সূচন্দ্রিকা গোলদারের কণ্ঠ। বুধবার সামনে এসেছে অনুপম রায়ের সুরে ‘রক্তবীজ ২’র নতুন গান। যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে ফেলেছে। 

এই বছরের জুলাই মাসেই মিমির বিকিনি লুকস শোরগোল ফেলে দিয়েছিল নেট পাড়ায়। যা দেখে দর্শকেরা চোখ ফেরাতে পারছিলেন না। নেটিজেনের একাংশ তো মিমিকে টলিইডের দীপিকা পাড়ুকোন নাম দিয়ে ফেলেছেন। রক্তবীজ ২-এর এই নতুন গানেই মিমিকে দেখা যাবে এই বিকিনি লুকসে। সঙ্গে বাড়তি পাওনা হিসাবে রয়েছে আবিরের সঙ্গে জবরদস্ত কেমিস্ট্রি। কখনও নীল সুমদ্রের জলে জলকেলি আবার কখনও বা নোনা জল মেখে উঠে আসছেন মিমি, সংযুক্তার এই রূপ দেখে রীতিমতো লজ্জায় লাল হচ্ছেন পঙ্কজ ওরফে আবির। 

গানের এই দৃশ্যায়নে আবির ও মিমির রোম্যান্স, প্রেম, হালকা ছোঁয়া দর্শকদের বেশ ভাল লেগেছে। কখনও আবিরের পিঠে চড়ছেন মিমি আবার কখনও বা নায়িকার সঙ্গে সি বিচ দিয়ে দৌড়াচ্ছেন, কখন আবিরের কোলে বসছেন মিমি আবার কখনও দোলনায় নায়কের বাহুডোরে নায়িকা। শিবপ্রসাদ-নন্দিতা রায়ের পাল্লায় পড়ে আবিরকেও রোম্যান্টিক গানে পারফর্ম করতে হয়েছে। এর আগে কখনও অভিনেতাকে এরকম রোম্যান্স করতে দেখা যায়নি। তার ওপর অনুপম রায় তাঁর নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে একেবারে অন্যরকম গানের সুর করেছেন। 

Advertisement

দিন কয়েক আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে এনে ‘ভাষা বিদ্বেষে’র মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘রক্তবীজ’ সিক্যুয়েলের পরবর্তী গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…’ ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। নুসরত জাহানের আইটেম ডান্স দেখে তোলপাড় রাজ্য। গত মঙ্গলবার সিনেমার তৃতীয় গান ‘দিওয়ানা বানাইসেন’-এ আবার অঙ্কুশ-কৌশানীর রোম্যান্সের ঝলক দেখা গিয়েছে। মুনীর-আয়েশার ভাব-ভালোবাসা দেখে ইতিমধ্যেই কৌতূহলী দর্শকরা। এবার নতুন গান ‘চোখের নীলে’র ঝলকে আবির-মিমির রঙিন রোম্যান্স ফের উথাল-পাথাল করে দিল নেটপাড়া। ‘রক্তবীজ’ সিক্যুয়েল যে পুজোর বক্স অফিসে দখল নিতে চলেছে, তা দর্শক-অনুরাগীদের এহেন বিপুল উন্মাদনা দেখেই বেশ বোঝা গেল। 

POST A COMMENT
Advertisement