Mimi Chakraborty: 'বিকিনি পরাতে ঘোর আপত্তি ছিল মায়ের', কীভাবে রাজি করালেন মিমি?

Mimi Chakraborty: সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটিতে অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণে পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টলিপাড়ার অন্যতম নায়িকা মিমি চক্রবর্তী। আর সেই মিমিকেই দেখা গেল বিকিনিতে। 'রক্তবীজ ২'-তে নায়িকা একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন। মিমির বিকিনি ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement
'বিকিনি পরাতে ঘোর আপত্তি ছিল মায়ের', কীভাবে রাজি করালেন মিমি?মিমি চক্রবর্তী
হাইলাইটস
  • 'রক্তবীজ ২'-তে নায়িকা একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন।

সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটিতে অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণে পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টলিপাড়ার অন্যতম নায়িকা মিমি চক্রবর্তী। আর সেই মিমিকেই দেখা গেল বিকিনিতে। 'রক্তবীজ ২'-তে নায়িকা একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন। মিমির বিকিনি ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর কিলার পোজ উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায়। কিন্তু জানেন পর্দায় মিমির এই বিকিনি পরা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিলেন একজন। কিন্তু তাঁকেও নায়িকা মানিয়ে নেন। 

মিমির এই বিকিনি পরা নিয়ে আপত্তি জানিয়েছিলেন নায়িকার মা। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মিমি নিজেই এই কথা জানিয়েছেন। তিনি বলেন, মেয়ে বিকিনি পরবে মা রাজি হননি। মাকে সেই সময় বুঝিয়েছিলাম, আমার কাজের জন্য, দর্শককে নতুন কিছু দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। নতুন কিছু না দিতে পারলে পিছিয়ে পড়ব। অবশেষে মিমির মা রাজি হন। এরপরই মিমি বিকিনি পরে বড়পর্দায় হাজির হন। হালফিলে এই প্রথমবার বড়পর্দায় কোনও নায়িকাকে দেখা গেল বিকিনি পরতে। এর আগে পুরনো দিনের বাংলা সিনেমায় কিছু নায়িকাকে দেখা গিয়েছিল বিকিনিতে। কিন্তু বেশ কিছু বছরে পর্দায় বিকিনি পরে কোনও নায়িকাকে দেখা যায়নি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এই বিকিনি ফিগার পাওয়ার জন্য মিমিকে কম পরিশ্রম করতে হয়নি। খাওয়া-দাওয়া থেকে জিম, রীতিমতো ঘাম ঝরিয়ে এই মেদহীন শরীর তৈরি করেছেন। মিমি বলেন, শিবুদার একটা কথাতেই বিকিনি পরতে রাজি হয়ে যাই। আমি এর জন্য কোনো সাপ্লিমেন্ট বা ইনজেকশনের ব্যবহার করিনি। সেটা করলে পথটা সহজ হতো। ভ্যাকেশনে মিমিকে একাধিক বার সুইম স্যুটে বা মনোকিনিতে দেখা গিয়েছে। তবে বড়পর্দায় এই প্রথমবার মিমি বিকিনি পরে দর্শকদের সামনে এলেন। 

মিমির নীল  বিকিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। তাঁকে টলিউডের দীপিকা পাড়ুকোনও বলা হচ্ছে। ইতিমধ্যেই মিমি ও আবিরের রোম্যান্টিক গান ভাইরাল নেট পাড়ায়। বিকিনি লুকে বাঙালি অভিনেত্রী হয়ে উঠেছেন মোহময়ী। সমুদ্র সৈকতে নীল বিকিনি পরে মিমির হেঁটে যাওয়া যে উষ্ণতা ছড়াল, তা টেক্কা দিল বলিউডকেও। পুজোর সময় মুক্তি পাবে মিমি-আবিরের 'রক্তবীজ ২'।     

Advertisement

POST A COMMENT
Advertisement