scorecardresearch
 

Miss Universe 2024: এবারও হতাশ করল ভারত, বাদ পড়লেন রিয়া সিংহ, মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া

Miss Universe 2024: এই বছরও ভারতের মিস ইউনিভার্স ২০২৪-এর খেতাব জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল। শীর্ষ ১২ জনের প্রতিযোগীদের মধ্যে থাকতে পারলেন না ভারতের রিয়া সিংহ। যদিও রিয়া আগের রাউন্ডগুলোতে বিচারকদের মন জয় করে টপ ৩০ প্রতিযোগীদের মধ্যে চলে এলেও, শেষরক্ষা আর হল না।

Advertisement
মিস ইউনিভার্স ২০২৪ মিস ইউনিভার্স ২০২৪
হাইলাইটস
  • এই বছরও ভারতের মিস ইউনিভার্স ২০২৪-এর খেতাব জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল।

এই বছরও ভারতের মিস ইউনিভার্স ২০২৪-এর খেতাব জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল। শীর্ষ ১২ জনের প্রতিযোগীদের মধ্যে থাকতে পারলেন না ভারতের রিয়া সিংহ। যদিও রিয়া আগের রাউন্ডগুলোতে বিচারকদের মন জয় করে টপ ৩০ প্রতিযোগীদের মধ্যে চলে এলেও, শেষরক্ষা আর হল না। মিস ইউনিভার্স ২০২৪-এর মুকুট উঠল না ১৯ বছরের রিয়ার মাথায়।

সেপ্টেম্বরে রিয়ার মাথায় ওঠে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট। এরপরই অনেকেরই আশা ছিল যে মিস ইউনিভার্সেও রিয়া তাঁর ম্যাজিক দেখাবেন।  মিস ইন্ডিয়া হওয়ার জন্য রিয়া প্রচুর চেষ্টা করেছিলেন দীর্ঘদিন ধরে। অভিনেত্রী ঊর্বশী রাউতেলা রিয়ার মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পরিয়ে দিয়েছিলেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় রিয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন। এরপরই রিয়া মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যান। 

রিয়া ২০২২ সালে আমেদাবাদের মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি GLS ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রিয়া একজন জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে। তাঁর বাবা-মা দু’জনেই রিয়ার স্বপ্ন এবং কেরিয়ারের জন্য খুব সাপোর্ট করেছেন বরাবর। খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা'স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপাই জয় করেছিলেন। রিয়া বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেছেন।

অপরদিকে মিস ইউনিভার্স ২০২৪-এর খেতাব পেলেন ডেনমার্কের ২১ বছরের ভিক্টোরিয়া কেয়ার। ডেনমার্ক এই বছর যে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করল সেটা বলাই যায়। কারণ এবারের এই খেতাব উঠেছে সেই দেশের ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ারের মাথায়। এই প্রথম ডেনমার্কের কেউ এই খেতাব অর্জন করলেন। মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান দ্বিতীয় হন। তৃতীয় হন নাইজেরিয়ার প্রতিযোগী।

Advertisement

 

আরও পড়ুন

  

Advertisement