
হিরণ কাকে বিয়ে করলেন?দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বারাণসীতে একেবারে চুপিসারে বিয়ে সারলেন বিজেপি বিধায়ক। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই জীবনের নয়া ইনিংস শুরু করলেন অভিনেতা। কিন্তু পাত্রী কে? কীভাবেই বা শুরু হল এই নতুন সম্পর্কের।
হিরণের সদ্য বিবাহিত স্ত্রীর নাম ঋতিকা গিরি। তিনি যে বাঙালি নন, তা বোঝাই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার বায়ো অনুযায়ী তিনি ২০২২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এছাড়াও ২০১৯ সালে তিনি পূর্ব ভারতের বিউটি পেজেন্টে অংশ নেন এবং জয়ী হন। অর্থাৎ তিনি একজন মডেল। এছাড়াও ঋতিকা জাতীয় স্তরের যোগাতে গোল্ড মেডেলিসটও। তিনি একজন আইনজীবীও। মডেলিং করার পাশাপাশি হিরণের দ্বিতীয় স্ত্রী আধ্যাত্মিকতায় বিশ্বাসী। তাঁর সোশ্যাল মিডিয়া অনুযায়ী তিনি কৃষ্ণ-রাধার ভক্ত। ঋতিকার ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। সেরকমই জানা গিয়েছে।

কীভাবে ঋতিকা ও হিরণের আলাপ-পরিচয়, সে বিষয়ে কিছুই জানা যায়নি। আসলে তাঁদের সম্পর্কের কথা একরকম গোপনই ছিল। রাজনীতিতে যোগদান করার পর হিরণ মূলত খড়গপুরেই থাকতেন। শোনা গিয়েছিল প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই হিরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল।

বিয়ের আগে এই ঋতিকার জন্মদিন পালনেও হিরণকে দেখা গিয়েছে। মঙ্গলবার হঠাৎ করেই হিরনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বর বেশে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায়। বেনারসের ঘাটে ঠিক এই রূপেই ধরা দিলেন হিরণ। বিজেপি নেতার পাশে লাল বেনারসিতে সেজে টুকটুকে নববধূ। বারাণসীর ঘাটে হিন্দু রীতি মেনেই বিয়ে করেন হিরণ। বিজেপি বিধায়কের বিয়ের ছবি নেট দুনিয়ায় এখন ভাইরাল। গত বছর বিজেপি নেতা দিলীপ ঘোষের হঠাৎ করে বিয়ের খবরে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। এবার হিরণ দ্বিতীয় বিয়ে করে সবাইকে রীতিমতো চমকে দিলেন।