Saiyaara OTT: বক্স অফিসে ঝড় তোলার পর ওটিটিতে 'সাইয়ারা', কবে কোথায় দেখা যাবে কৃষ-বাণীকে?

Saiyaara OTT: এই বছর বলিউডের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা'। মুক্তির পর থেকেই এই সিনেমাকে ঘিরে নতুন প্রজন্মের উন্মাদনা একেবারে অন্য মাত্রায় পৌঁছেছে। যা একেবারেই ছিল অপ্রত্যাশিত। সাইয়ারা ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করলেন আহান পাণ্ডে ও অনীত পড্ডা। পর্দার কৃষ কাপুর ও বাণী বত্রা সকলের মন জয় করে নিয়েছেন নিমেষে।

Advertisement
বক্স অফিসে ঝড় তোলার পর ওটিটিতে 'সাইয়ারা', কবে কোথায় দেখা যাবে কৃষ-বাণীকে?ওটিটিতে সাইয়ারা
হাইলাইটস
  • এই বছর বলিউডের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা'।

এই বছর বলিউডের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা'। মুক্তির পর থেকেই এই সিনেমাকে ঘিরে নতুন প্রজন্মের উন্মাদনা একেবারে অন্য মাত্রায় পৌঁছেছে। যা একেবারেই ছিল অপ্রত্যাশিত। সাইয়ারা ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করলেন আহান পাণ্ডে ও অনীত পড্ডা। পর্দার কৃষ কাপুর ও বাণী বত্রা সকলের মন জয় করে নিয়েছেন নিমেষে। এই ছবি ইতিমধ্যেই ভেঙেছে একাধিক রেকর্ড। মোহিত সুরির পরিচালনায় তৈরি এই ছবিটি প্রমাণ করল যে, শুধু সুপারস্টাররাই নয়, গল্প ও অভিনয়ও একটি ছবিকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে।

সিনেমা হলে ছিল এই ছবির দখার জন্য দর্শকদের লাইন। অনেকেই ছবি দেখে কেঁদেছেন অথবা আবেগে ভেসেছেন। ভাইরাল হয়েছে এই ছবির একাধিক দৃশ্য। শুধু সাধারণ দর্শক নয়, বলিউডের বড় তারকাদেরও এই ছবির প্রশংসা করতে দেখা গেছে। 'সাইয়ারা' ছবিতে আহান ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। এবার এই জুটিকে খুব তাড়াতাড়ি ওটিটির পর্দায় পেতে চলেছেন দর্শক।

যাঁরা প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ দেখতে পারেননি, তাদের জন্য রয়েছে সুখবর। খুব শিগগিরই এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। মোহিত সুরির ‘সাইয়ারা’ ১২ সেপ্টেম্বর Netflix-এ আসবে, এমনটাই জানিয়েছেন যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা তার সোশ্যাল মিডিয়া পোস্টে। যদিও ছবির পরিচালক ও প্রযোজকদের পক্ষ থেকে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। তাই শানু শর্মার এই পোস্ট ঘিরে সংশয় দেখা গিয়েছে। তবে ওটিটিতে মুক্তি পেলে ফের এই ছবি ঝড় তুলবে তা বলাই বাহুল্য। 

এদিকে, বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই আহান ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।   

Advertisement

POST A COMMENT
Advertisement