Advertisement

Mother's Day 2021: মায়েদের দিন! উদযাপনে টলি থেকে বলি তারকারা

Aajtak Bangla | কলকাতা | 09 May 2021, 9:56 PM IST

কথাতেই বলে, যেহেতু ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি 'মায়েদের' তৈরি করেছিলেন। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'মাতৃ দিবস' বা 'মাদার্স ডে' (Mother's Day)। তারকারাও মেতে উঠেছেন মায়েদের বিশেষ দে উদযাপনে।

মায়েদের বিশেষ দিন উদযাপনে টলি থেকে বলি তারকারামায়েদের বিশেষ দিন উদযাপনে টলি থেকে বলি তারকারা
10:14 PM(4 years ago)

মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণায় নস্টালজিক টেলি তারকারা!

Posted by :- soumita

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতারা আজতক বাংলায় শেয়ার করলেন এই বিশেষ দিনের উইশ বার্তা। সেই সঙ্গে ছোটবেলায় তাঁদের মায়ের সঙ্গে এক্সক্লুসিভ ছবিও তুলে ধরলেন তাঁরা। সবিস্তারে পড়ুন... 

7:37 PM(4 years ago)

ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Posted by :- soumita

মা হয়ে তিনি ধন্য। তাই মাতৃ দিবসে ছেলে অভিমন্যুর সঙ্গে কিছু ছবির কোলাজ নেট মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

 

6:26 PM(4 years ago)

মাতৃ দিবসে মায়ের সঙ্গে ছট্টবেলার ছবি শেয়ার করলেন নুসরত জাহান

Posted by :- soumita

তখন তিনি মায়ের কোলে। মাথায় চুলও নেই। আজ গ্ল্যামারাস নায়িকা। সেই সঙ্গে সাংসদও বটে। মাতৃ দিবসে মায়ের সঙ্গে বিশেষ ছবি শেয়ার করলেন নুসরত জাহান। 

নুসরত জাহান
4:18 PM(4 years ago)

দায়িত্ব বাড়লেও মায়ের কাছে আদরের মিমি চক্রবর্তী

Posted by :- soumita

সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর জনপ্রিয়তা নিয়ে আলাদা কিছু বলার প্রয়োজন পরে না। কিন্তু মায়ের কাছে সে এখনও ছোট্ট। বর্তমান এবং ছোটবেলার ছবি শেয়ার করেছেন নায়িকা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

Advertisement
2:43 PM(4 years ago)

মাতৃ দিবসে দ্বিতীয় সন্তানকে সামনে আনলেন করিনা

Posted by :- soumita

এতদিন রাখঢাক ছিল। সংবাদ মাধ্যমেকে ধারে কাছেও যেতে দেওয়া হয়নি নবাব পরিবারের। কিন্তু মাতৃ দিবসে সব অপেক্ষার অবসান ঘটিয়ে একরত্তি ছেলেকে সকলের সামনে আনলেন করিনা কাপুর খান। 

 

12:41 PM(4 years ago)

দুই মা ও সন্তানদের সঙ্গে মুহূর্ত উদযাপনে শিল্পা শেঠি

Posted by :- soumita

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি একটি বিশেষ ছবি শেয়ার করে লিখেছেন, "জীবন থেকে আমার মায়েদের এবং সন্তানদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমাকে গাইড করার জন্য  প্রতিদিন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ...সমস্ত শক্তিশালী ও আশ্চর্যজনক মায়েদের জন্য 'শুভ মাতৃ দিবস'। 

12:20 PM(4 years ago)

বিশেষ দিনে মাকে স্মরণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Posted by :- soumita

টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়  তাঁর মাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "জানি তুমি পাশেই আছো সবসময়। ভালো থেকো মা।" সেই সঙ্গে সুন্দর একটি মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অভিনেতা। 

 

11:20 AM(4 years ago)

অভিনেত্রী সোহিনী সরকার তাঁর মায়ের সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন

Posted by :- soumita

সোশ্যাল পোস্টে সোহিনী লিখেছেন, "পৃথিবীর সব মা ভালো থাকুক যত্নে থাকুক"। নায়িকা যে ঘুরতে যেতে ভালোবাসেন তা আর কারও অজানা নয়। আর নিজের মায়ের সঙ্গেও পাহাড়ে ঘুরতে যাওয়ার দুটি শেয়ার করেছেন তিনি। 

 

 

Advertisement