Ranveer Allahbadia Controversy: ফোন বন্ধ, ঘরে তালা, কোথায় গেলেন রণবীর আলাহাবাদিয়া?

Ranveer Allahbadia Controversy: ১৩ ফেব্রুয়ারি, দ্বিতীয়বার সমন পাঠানোর পর, রনবীর অনুরোধ করেন যাতে পুলিশ তাঁর বাড়িতে এসে বয়ান রেকর্ড করে। কিন্তু তদন্তকারীরা তাতে রাজি হননি। এরপর থেকেই রনবীরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না!এদিকে, শো-এর এডিটর প্রথম সাগর ইতিমধ্যেই খার থানায় জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হয়েছেন।

Advertisement
ফোন বন্ধ, ঘরে তালা, কোথায় গেলেন রণবীর আলাহাবাদিয়া?ফোন বন্ধ, ঘরে তালা, কোথায় গেলেন রণবীর আলাহাবাদিয়া?

Ranveer Allahbadia Controversy: ইউটিউবার রনবীর আলাহাবাদিয়া বর্তমানে এক ভয়াবহ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় কমেডিয়ান সময় রায়নার শো 'India's Got Latent'-এ একটি বিতর্কিত প্রশ্ন করার পর থেকেই দেশজুড়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে। বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল ও ধর্মীয় সংগঠনও প্রতিবাদে মুখর হয়। তাঁর বিরুদ্ধে একাধিক রাজ্যে এফআইআর দায়ের করা হয়েছে, এমনকি বিষয়টি সংসদ পর্যন্ত গড়িয়েছে।

এই ঘটনার তদন্তে মুম্বাই পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। শো-তে উপস্থিত থাকা রনবীর, আশিষ চাঞ্চলানি, অপূর্ব মাখিজা ও অন্যান্যদের থানায় ডেকে পাঠানো হয়েছে। কিন্তু সবাই পুলিশের সামনে হাজির হলেও, রনবীর কোথাও নেই!

রনবীর কোথায়? পুলিশও খুঁজে পাচ্ছে না!
মুম্বই পুলিশের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রনবীর আলাহাবাদিয়ার মুম্বাইয়ের বাড়িতে তালা ঝুলছে, ফোন বন্ধ, এমনকি তাঁর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ সম্ভব হচ্ছে না! পুলিশের তরফে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। ১৩ ফেব্রুয়ারি, দ্বিতীয়বার সমন পাঠানোর পর, রনবীর অনুরোধ করেন যাতে পুলিশ তাঁর বাড়িতে এসে বয়ান রেকর্ড করে। কিন্তু তদন্তকারীরা তাতে রাজি হননি। এরপর থেকেই রনবীরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না!এদিকে, শো-এর এডিটর প্রথম সাগর ইতিমধ্যেই খার থানায় জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হয়েছেন।

একটি প্রশ্ন, অনেক ক্ষতি!
রনবীরের বিতর্কিত প্রশ্ন শুধুমাত্র তাঁকে আইনি সমস্যায় ফেলার পাশাপাশি তাঁর ক্যারিয়ারেও বড় ধাক্কা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা কমতে শুরু করেছে, এবং বিভিন্ন ব্র্যান্ড তাঁর সঙ্গে চুক্তি বাতিল করার চিন্তাভাবনা করছে।অন্যদিকে, অপূর্ব মাখিজাও বড় ধাক্কা খেলেন! তিনি আসন্ন আইফা অ্যাওয়ার্ডসের অফিসিয়াল অ্যাম্বাসেডর ছিলেন, কিন্তু এই বিতর্কের কারণে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে, আশিষ চঞ্চলানি ও অপূর্ব মাখিজা ইতিমধ্যেই পুলিশের সামনে স্বীকার করেছেন যে এই শো একেবারেই স্ক্রিপ্টেড ছিল না, বরং প্রতিযোগীরা নিজেদের ইচ্ছেমতো কথা বলার স্বাধীনতা পেয়েছিলেন।

Advertisement

রনবীর কি ধরা দেবেন?
এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন - রনবীর আলাহাবাদিয়া কোথায়? তিনি কি পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপন করেছেন, নাকি কিছুদিন পর প্রকাশ্যে এসে নিজের অবস্থান পরিষ্কার করবেন? একদিকে সময় রায়না ইতিমধ্যেই তাঁর শো-এর সব পর্ব মুছে দিয়ে তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, রনবীর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেও, বাস্তবে পুলিশের সামনে এখনও হাজির হননি।

এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, তা সময়ই বলবে। কিন্তু আপাতত রনবীরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নতুন এক রহস্য তৈরি করেছে!

POST A COMMENT
Advertisement