Navya Nair: খোঁপায় জুঁইফুলের মালা, বিমানবন্দরে ১.১৪ লক্ষ টাকা জরিমানা দিতে হল অভিনেত্রীকে

Navya Nair: অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে বিপাকে পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নব্যা নায়ার। খোঁপায় জড়ানো জুঁই ফুলের মালা ও ব্যাগে থাকা জুঁইয়ের মালা নিয়ে আসার কারণে বিমানবন্দরে তাঁকে আটক করা হয়।

Advertisement
খোঁপায় জুঁইফুলের মালা, বিমানবন্দরে ১.১৪ লক্ষ টাকা জরিমানা দিতে হল অভিনেত্রীকেখোঁপায় জুইয়ের মালা পরায় মোটা টাকার জরিমানা অভিনেত্রীকে
হাইলাইটস
  • অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে বিপাকে পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নব্যা নায়ার।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে বিপাকে পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নব্যা নায়ার। খোঁপায় জড়ানো জুঁই ফুলের মালা ও ব্যাগে থাকা জুঁইয়ের মালা নিয়ে আসার কারণে বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। অস্ট্রেলিয়ার কড়া বায়ো সিকিউরিটি আইন ভঙ্গ করার কারণে অভিনেত্রীকে জরিমানা হিসাবে দিতে হল ১.১৪ লক্ষ টাকা (AUD 1,980)। 

কী ঘটেছে
দক্ষিণী সংস্কৃতিতে খোঁপায় বা চুলে মালা জড়ানোর রেওয়াজ রয়েছে। যে কোনও অনুষ্ঠানে তো বটেই, এমনিতেও তাঁদের দেখা যায় চুলে ফুল জড়িয়ে থাকতে। মালায়ালাম অভিনেত্রী নব্যা নায়ার অস্ট্রেলিয়ায় ওনম উৎসবে শামিল হতে। যা ভিক্টোরিয়া মালায়ালি সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। মেলবোর্ন বিমানবন্দরের আধিকারিকেরা তাঁর ব্যাগ তল্লাশি করে ১৫ সেন্টিমিন্টার লম্বা ফুলের মালা পান। মেলবোর্নের এক ইভেন্টে গিয়ে নব্যা গোটা ঘটনাটি জানিয়েছেন। 

মোটা টাকার জরিমানা
নব্যা বলেছেন, তাঁর বাবা এই ফুলের মালা কেনেন এবং অভিনেত্রীকে এই সফরের সময় খোঁপায় লাগানোর জন্য দেন। অর্ধেকটা তিনি খোঁপায় লাগিয়ে বাকিটা ব্যাগে রেখে দেন। নব্যা তাঁর ভুল স্বীকার করেছেন যে এটা করা তাঁর উচিত হয় নি। তবে নব্যা এই কাজ জেনে বুঝে করেননি। কিন্তু মেলবোর্ন বিমানবন্দরের কড়া আইন তাঁকে মানতেই হবে। বন্যাকে ২৮ দিনের মধ্যে এই জরিমানা দিতে হবে। 

বায়ো সিকিউরিটি আইন কী
অস্ট্রেলিয়া তার কৃষি ও পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত কঠোর জৈব নিরাপত্তা নিয়ম প্রয়োগ করে। এখানে তাজা ফুল, গাছপালা, বীজ এবং মাটির মতো জিনিস নিষিদ্ধ, কারণ এর মাধ্য়মে দেশে কীটপতঙ্গ এবং রোগ ছড়িয়ে পড়তে পারে। এই কারণেই জুঁই ফুলের মালা নিয়ে আসার জন্য অভিনেত্রীকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হল। নব্যা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাঁকে বিমানবন্দরে ঘুরে বেড়াতে, শপিং করতে দেখা গিয়েছে। তিনি কেরালার ঐতিহ্যবাহী শাড়ি ও খোঁপায় জুঁইয়ের মালা পরেছিলেন।

অস্ট্রেলিয়ায় এগুলো নিয়ে যাওয়া যায় না
অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট (studyaustralia.gov.au) অনুযায়ী, যাত্রীদের অবতরণের সময় নিজেদের ইনকামিং প্যাসেঞ্জার অ্যারাইভাল কার্ডে অনেক কিছুর ঘোষণা করা হয়। এর মধ্যে সব ধরনের খাবার, গাছপালা, পশুপ্রাণী সংক্রান্ত জিনিস, ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা অন্য কোনও বিদেশি মুদ্রা তথা কিছু ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। যদি কোনও যাত্রী কোনও বস্তুর ঘোষণা না করে, তাহলে তাঁকে জরিমানা দিতে হয়। 

Advertisement

নব্যা নায়ার কে
প্রসঙ্গত, ২০০১ সালে সিবি মালায়িল পরিচালিত ‘ইষ্টাম’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন নভ্যা। এর পর একের পর এক হিট ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। ‘নন্দনম’, ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’— তাঁর অভিনীত ছবির তালিকা শুধু দীর্ঘ নয়, তা মালয়ালম, তামিল ও কন্নড় চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।

POST A COMMENT
Advertisement