Manosi Sengupta Baby Shower: 'নিমফুলের মধু'-র মৌমিতাকে সাধ খাওয়ালেন শাশুড়ি ও জা, মানসীর জন্য এলাহি মেনু

Manosi Sengupta Baby Shower: টেলিদুনিয়ায় নেগেটিভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন মানসী সেনগুপ্ত। একাধিক সিরিয়ালে অভিনয় করার পর তাঁকে সম্প্রতি দেখা যাচ্ছিল নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণার বড় জা মৌমিতার চরিত্রে। কিন্তু সেখান থেকে তাঁকে আচমকাই সরে আসতে হয়। কারণ তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন।

Advertisement
'নিমফুলের মধু'-র মৌমিতাকে সাধ খাওয়ালেন শাশুড়ি ও জা, মানসীর জন্য এলাহি মেনুমানসীর সাধের অনুষ্ঠান
হাইলাইটস
  • টেলিদুনিয়ায় নেগেটিভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন মানসী সেনগুপ্ত।

টেলিদুনিয়ায় নেগেটিভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন মানসী সেনগুপ্ত। একাধিক সিরিয়ালে অভিনয় করার পর তাঁকে সম্প্রতি দেখা যাচ্ছিল নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণার বড় জা মৌমিতার চরিত্রে। কিন্তু সেখান থেকে তাঁকে আচমকাই সরে আসতে হয়। কারণ তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। গত নভেম্বরেই মানসী এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। মাঝে মধ্যেই তাঁর বেবিবাম্পের ছবিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এবার সাধ খেলেন পর্ণার জা। 

রবিবার ছিল মানসীর সাধের এলাহি ব্যবস্থা। সাতমাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। মার্চেই কোলে আসবে সন্তান। রবিবার সাধের অনুষ্ঠানের জন্য মানসী পরেছিলেন  সি থ্রু লাল পাড় সাদা শাড়ি। পাতলা শাড়ির আঁচল থেকে বেবিবাম্প একেবারে স্পষ্ট। সঙ্গে সোনার গয়না, হালকা মেকআপ ও কপালে লাল টিপ। সাতমাসের অন্তঃসত্ত্বা হলেও মানসীর তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। নিজেই এলেন গাড়ি ড্রাইভ করে সাধের অনুষ্ঠানে। 

শহরের এক নামকরা বাঙালি রেস্তোরাঁতে তাঁর সাধের পুরো আয়োজন করা হয়েছিল। মানসীর মা, বোন ও মেয়ে তো উপস্থিত ছিলেনই। আর ছিল মানসীর নিম ফুলের মধু সিরিয়ালের গোটা টিম। অরিজিতা, পল্লবী, অভিনেত্রী দীর্ঘই পাল সহ অন্যান্যরা। মানসীর চোখে-মুখে মাতৃত্বের আভা একেবারে স্পষ্ট। সহ-অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে দেদার ছবি তুললেন তিনি। মানসীকে পায়েস খাইয়ে আশীর্বাদ করেন তাঁর মা। সেই সময় মানসীর পিছনে দেখা গিয়েছিল তাঁর অনস্ক্রিন জা পর্ণা তথা পল্লবীকে। সাদা সালোয়ার স্যুটে ভারী মিষ্টি দেখালো পল্লবীকে। 

সাধের মেনু ছিল রীতমতো লোভনীয়! সাদা ভাত, বাসন্তী পোলাও, লুচি, ফুলকপির তরকারি, মাটন, মাছ, ডাব চিংড়ি, চাটনি থেকে পায়েস, দই, রসগোল্লা! কী ছিল না। মানসীকে রসগোল্লা খেতেও দেখা গিয়েছে। তবে সবকিছুর মধ্যে সকলেরই চোখ টেনেছে মানসীর গাড়ি ড্রাইভ করে ভ্যেনুতে আসা। এমনিতে নিজেই গাড়ি ড্রাইভ করেন মানসী। তবে এইসময় অভিনেত্রীকে গাড়ি চালাতে দেখে অনেকেই অবাক হয়েছেন। সাধের অনুষ্ঠানের এক ভিডিওতে মানসীকে বলতে শোনা গিয়েছে যে তিনি নিজেই ডেলিভারির সময় ড্রাইভ করে হাসপাতালে যাবেন।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement