Manosi Sengupta: হাতে বোতল, হাঁটু পর্যন্ত পোশাক, সমুদ্র নমকিন 'ভ্যাম্প' মানসী

Manosi Sengupta: বরাবর ছকভাঙা জীবনযাপন করতেই ভালোবাসেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মানসী। সিরিয়াল জগতে অভিনেত্রী তাঁর ভিলেন রূপের জন্যই জনপ্রিয়। বর্তমানে মানসীকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণার জা মৌমিতার চরিত্রে। যেখানে একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন তিনি।

Advertisement
হাতে বোতল, হাঁটু পর্যন্ত পোশাক, সমুদ্র নমকিন 'ভ্যাম্প' মানসীমানসী সেনগুপ্ত
হাইলাইটস
  • বরাবর ছকভাঙা জীবনযাপন করতেই ভালোবাসেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মানসী।

বরাবর ছকভাঙা জীবনযাপন করতেই ভালোবাসেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মানসী। সিরিয়াল জগতে অভিনেত্রী তাঁর ভিলেন রূপের জন্যই জনপ্রিয়। বর্তমানে মানসীকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণার জা মৌমিতার চরিত্রে। যেখানে একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন তিনি। পর্দার বাইরে যদিও মানসী একেবারে অন্য এক জীবন যাপন করে থাকেন। যা নিয়ে প্রায়ই তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়। আর এবারও ঘুরতে গিয়ে সেরকমই এক রূপে দেখা গেল পর্দার ভিলেনকে। 

একটানা শ্যুটিংয়ের মাঝে একটু অবসর পেয়েছেন মানসী। আর ব্যস ঘুরতে বেড়িয়ে পড়েছেন তিনি। দুদিন আগেই জানিয়ে ছিলেন যে তাঁকে সমুদ্র ডাকছে। তাই অনুমান করাই যায় যে মানসী দিঘা অথবা মন্দারমনি কোথাও একটা গিয়েছেন। তবে সপ্তাহের প্রথমদিনই মানসী দেখিয়ে দিলেন যে তিনি একবারে ছুটির মেজাজেই রয়েছন। মানসী যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তিনি সাদা রঙের শর্ট ড্রেস পরে রয়েছেন, চোখে সানগ্লাস, চুল খোলা। হাতে রয়েছে বিয়ারের বোতল, সমুদ্রের ওপর দিয়ে হাঁটছেন তিনি। এই ভিডিও শেয়ার করে মানসী লিখেছেন, শান্তি। প্রসঙ্গত, সিরিয়ালের শ্যুটিংয়ের ক্ষেত্রে একটানা শ্যুটিংয়ের জন্য ছুটি সেভাবে পাওয়া যায় না। তাই একটু অবসর পেলেই অভিনেতা-অভিনেত্রীরা কাছেপিঠে কোথাও ঘুরে আসেন। 

মানসী এর আগে মুম্বই গিয়েছিলেন হিন্দি সিরিয়ালের জন্য। সেটা শেষ হওয়ার পর এখন বাংলা সিরিয়ালেই মন দিয়েছেন। প্রতি দিন তিনি ইনস্টাগ্রামে নিত্যনতুন ছবি পোস্ট করতে থাকেন। কখনও সিরিয়াল সেট থেকে রিল ভিডিয়ো। কখনও আবার সহ-অভিনেত্রীর সঙ্গে ছবি। টেলিভিশনের খলনায়িকা এর আগেও নেট দুনিয়ায় তাঁর বোল্ড অবতারে সকলকে ঘায়েল করেছেন। তাঁর সাহসী অবতার রীতিমতো মানসীকে ট্রোলের মুখেও ফেলেছিল। 

মানসী প্রায়ই হট অ্যান্ড বোল্ড অবতারে সোশ্যালে আগুন ধরান। কখনও জন্মদিন পার্টিতে খোলামেলা গাউনে হট অবতারে নেটবাসীদের ঘুম কেড়ে নেন তো কখনও আবার খোলা  ছাদে মানসীর বৃষ্টিতে ভেজা শরীরী নেশায় বুঁদ হয়ে যায় নেটপাড়া। কখনও আবার কাঁধ থেকে শার্ট খুলে পড়ে দেখা যায় অন্তর্বাস, যা দেখে পুরুষ হৃদয়ে ধুকপুকানি বেড়ে যায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement