লাল বেনারসী, হাতে শাঁখা-পলা, গলায় ফুলের মালা, লাল চেলি আর শোলার মুকুটে সেজেছেন ছোটপর্দার চেনা মুখ তনুশ্রী গোস্বামী। বাঙালি বধূর সাজে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে। তাহলে কি ফের বিয়ে করতে চলেছেন তনুশ্রী? হাসি হাসি মুখ করে পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। আর এই ছবি সোশ্যালো পোস্ট হতেই সকলেই তাঁকে জিজ্ঞাসা করছেন আবার বিয়ে করলেন নাকি।
বউয়ের সাজে তনুশ্রী এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আবার? এই ছবির কমেন্টে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তনুশ্রী নিজেও যে এই কমেন্টগুলো দেখে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তা বলাই বাহুল্য। তবে এই বিয়ে রিয়্যাল লাইফে নয়, রিল লাইফে। নিম ফুলের মধু সিরিয়ালে সৃজন ও পর্ণার জেঠু-জেঠিমার বিবাহবার্ষিকীতে তাঁদের নতুন করে বিয়ে দেওয়া হবে। সেই জেঠিমার চরিত্রেই দেখা যাচ্ছে তনুশ্রীকে। বিয়ের সেই দৃশ্যের জন্যই এই সাজগোজ।
নিম ফুলের মধু সিরিয়ালে অখিলেশ ও ললিতার বিয়ে। অনস্ক্রিন দম্পতির বিবাহবার্ষিকী পালন দেখানো হবে। সেই দৃশ্যের শ্যুটিং নিয়ে ইতিমধ্যেই সেটে হইচই ছিল দেখার মতো। ধারাবাহিক ছুঁয়ে ফেলেছে প্রায় দু'বছরের গণ্ডি। সেটের প্রত্যেক শিল্পী-কলাকুশলী একে-অপরের কাছে পরিবারের মতোই। পর্ণা-সৃজন ও কৃষ্ণা দত্তের মতোই সমান গুরুত্বপূর্ণ অখিলেশ ও ললিতার চরিত্রটিও। একসময় অখিলেশ ও ললিতার দাম্পত্য জীবনে একাধিক ওঠাপড়া যেমন দেখানো হয়েছিল তেমনি পর্ণার চেষ্টাতেই এখন অখিলেশ স্ত্রী ললিতার কদর করতে জানেন। এই ললিতার চরিত্রেই দেখা যায় তনুশ্রীকে। সিরিয়ালে আটপৌরে গৃহবধূ রূপে দেখতে পাওয়া তনুশ্রী কিন্তু রিয়্যাল লাইফে দারুণ বোল্ড। যা তার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে।
নিম ফুলের মধু ছাড়াও তনুশ্রীকে এর আগে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। বাস্তবে তনুশ্রী বিবাহিত। বিয়ে করেছেন কিংশুক চক্রবর্তীকে। সংসার ও অভিনয় জীবন দুটোই খুব ব্যালান্স করে চলেন অভিনেত্রী। সিরিয়ালের পর্দায় হামেশা সাবেকি লুকে দেখা মিললেও বাস্তবে কিন্তু হামেশাই মর্ডান লুকে ধরা দেন তনুশ্রী। ইন্ডাস্ট্রিতে ইতিমধ্য়ে ১৪ বছর পার করে ফেলেছেন তনুশ্রী। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও হামেশাই নজর কাড়েন এই অভিনেত্রী। জীবনের নানান কঠিন সমস্যা পেরিয়ে এসেছেন তিনি। তবে সব সময়ই তনুশ্রীকে হাসিমুখে দেখা যায়। নিম ফুলের মধুর সেটে তনুশ্রী, মানসী ও অরিজিতাকে প্রায়ই কিছু না কিছু মজার জিনিস করতে দেখা যায়।