Soumi Chakraborty: চয়ন এখন অতীত, অন্য কারোর প্রেমে মশগুল 'নিম ফুলের মধু'র রুচিরা

Soumi Chakraborty: টেলিভিশনের জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ১-এ এসে ইতিমধ্যেই নিম ফুলের মধু সিরিয়ালের তিন্নি তথা নবনীতা মালাকার জানিয়ে দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। আর এই সিরিয়ালের আরও এক জনপ্রিয় চরিত্র রুচিরাও জানিয়ে দিলেন তাঁর রিয়্যাল লাইফের মনের মানুষের কথা। দর্শকদের কাছে রুচিরা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম সৌমি চক্রবর্তী।

Advertisement
চয়ন এখন অতীত, অন্য কারোর প্রেমে মশগুল 'নিম ফুলের মধু'র রুচিরানিম ফুলের মধু খ্য়াত সৌমি চক্রবর্তী
হাইলাইটস
  • দর্শকদের কাছে রুচিরা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম সৌমি চক্রবর্তী।

টেলিভিশনের জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ১-এ এসে ইতিমধ্যেই নিম ফুলের মধু সিরিয়ালের তিন্নি তথা নবনীতা মালাকার জানিয়ে দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। আর এই সিরিয়ালের আরও এক জনপ্রিয় চরিত্র রুচিরাও জানিয়ে দিলেন তাঁর রিয়্যাল লাইফের মনের মানুষের কথা। দর্শকদের কাছে রুচিরা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম সৌমি চক্রবর্তী। এই সিরিয়ালে সৌমির সঙ্গে চয়নের সম্পর্ক নিয়ে এখন দারুণ জমজমাট ড্রামা শুরু হয়ে গিয়েছে। আর এই টানটান উত্তেজনার মধ্যেই রুচিরা তথা সৌমি তাঁর আসল প্রেমিককে সামনে নিয়ে এলেন। 

এতদিন নিজের ব্যক্তিগত জীবনকে সকলের থেকে আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। অবশেষে ভালবাসার মানুষটির সঙ্গে সকলের পরিচয় করালেন। পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে আলোচনা ছিল বহু দিনের। পৃথ্বীশ পেশায় কনটেন্ট ক্রিয়েটার। তাঁর জন্মদিনে বিশেষ পোস্ট করলেন সৌমি। পৃথ্বীশের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “কিছু ছবি, যেগুলো কোনও দিন পোস্ট করার সুযোগ হয়নি… যাই হোক, আজ সুযোগ পেলাম। আজ তোমার জন্মদিন। এ রকম দিন বার বার ফিরে আসুক। খুব উপভোগ করো, ভগবান তোমার সহায় হোক। কেরিয়ারে প্রতিষ্ঠিত হও। সব সময় আমি পাশে ছিলাম, আছি আর থাকব। অনেক ভালবাসা।”

এর আগেও সৌমিকে পৃথ্বীশের সঙ্গে একাধিক ছবি ও রিল ভিডিওতে দেখা গিয়েছিল। তখন থেকেই তাঁর প্রেম জীবন নিয়ে গুঞ্জন শুরু হয় টেলি পাড়ায়। খুব অল্প সময়ের মধ্যেই সৌমি তাঁর জনপ্রিয়তা অর্জন করেছেন। সিরিয়ালে সৌমি ও উদয়প্রতাপের কেমিস্ট্রি দর্শকদের বেশ ভালো লাগছে। পর্দায় উদয়-সৌমির জুটি নিয়েও জোর চর্চা।

অন্যদিকে এই সিরিয়ালের আর এক অভিনেত্রী নবনীতা মালাকার নেগেটিভ চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি 'দিদি নম্বর ১'-এ এসে হবু বরকে নিয়ে কথা বললেন পর্দার তিন্নি। নবনীতার হবু বরের নাম সুমিত মিত্র। তিনি অবশ্য ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। যদিও তিনি, অভিনেত্রীর পরিবারের পছন্দ করে দেওয়া। এই বিশেষ মানুষটি এখন হয়ে উঠেছেন তাঁর প্রিয় বন্ধু। সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি মারলেই দেখা মেলে দু'জনের। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement