New Bengali Movie: পুজোয় দেব বনাম শিবপ্রসাদ-নন্দিতা, 'রঘু ডাকাত'-র সঙ্গে টেক্কা দিতে আসছে কে?

New Bengali Movie: গত বছর বড়দিনের আগে মুক্তি পেয়েছিল উইনডোজ প্রোডাকশন তথা শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী। যা জানুয়ারিতেও ক্রমাগত বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে। এরই মাঝে উইনডোজ আবারও এই বছরের দর্শকদের বড়দিনের উপহার দিয়ে দিয়েছেন।

Advertisement
পুজোয় দেব বনাম শিবপ্রসাদ-নন্দিতা,  'রঘু ডাকাত'-র সঙ্গে টেক্কা দিতে আসছে কে?পুজোয় আসছে উইনডোজের নতুন ছবি
হাইলাইটস
  • গত বছর বড়দিনের আগে মুক্তি পেয়েছিল উইনডোজ প্রোডাকশন তথা শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী।

গত বছর বড়দিনের আগে মুক্তি পেয়েছিল উইনডোজ প্রোডাকশন তথা শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী। যা জানুয়ারিতেও ক্রমাগত বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে। এরই মাঝে উইনডোজ আবারও এই বছরের দর্শকদের বড়দিনের উপহার দিয়ে দিয়েছেন। বড়দিনে আসছে এই প্রযোজনা সংস্থার ভানুপ্রিয়া ভূতের হোটেল। সেই পোস্টার সামনে আনলেও কারা কারা এই ছবিতে থাকছেন সেই বিষয়ে কিছুই বলা হয়নি। তার রেশ কাটতে না কাটতে পুজোতেও দর্শক টানতে উইনডোজ এবার বড় ঘোষণা করল।

২০২৩ সালের পুজোর সময় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিা রায়ের রক্তবীজ মুক্তি পেয়েছিল। প্রথমবার আবির ও মিমির জুটি দর্শকদের দারুণ ভাল লেগেছিল। সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবির সঙ্গেই মুক্তি পায় রক্তবীজ। আর দর্শকদের কাছে দারুণভাবে সাড়া ফেলে এই ছবি। তখন থেকেই শোনা যাচ্ছিল যে শিবপ্রসাদ-নন্দিতা রক্তবীজ ছবির সিক্যুয়েল আনতে চলেছেন। তবে সেটা কবে আসছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি।  

প্রজাতন্ত্র দিবসের দিনই উইনডোজ প্রোডাকশনের পক্ষ থেকে ঘোষণা করা হল রক্তবীজ ২-ছবির। রবিবার ছোট্ট এক ভিডিও পোস্ট করে রক্তবীজ-২ আসার কথা ঘোষণা করা হয়। যেখানে দেখা যাচ্ছে, ঝরে পড়া এক বিন্দু রক্ত দিয়েই লেখা হচ্ছে রক্তবীজ-২ নামটি। আর ভিডিওর ঝলকে দেখা মিলেছে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর। পোস্টের ক্যাপশানে লেখা হয়েছে ‘রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে, সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে রক্তবীজ ২।’ জানানো হয়েছে ২০২৫-এর পুজোয় আসছে ছবিটি। ২০২৩-র পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ছবির সিক্যুয়েলে যে আবির-মিমি রয়েছেন, তাতে আংশিক সিলমোহর পড়ল এই মোশন পোস্টারের সুবাদেই।

জানা গিয়েছে, এবার সিক্যুয়েলে আবির-মিমি জুটির পাশাপাশি সোহম চক্রবর্তীকেও সম্ভবত দেখা যেতে পারে। তবে এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা অবলম্বনে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। 

Advertisement

উল্লেখ্য, বছরের প্রথমেই পঁচিশের পুজোর স্লট বুক করে রেখেছেন দেব, ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। উৎসবের মরশুমে মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ডাকাত সর্দার অবতারে দেবের লুক দর্শক, অনুরাগীদের কৌতূহলের পারদ চড়িয়েছে। এই ছবি বহু বছর ধরেই বিশ বাঁও জলে ছিল। ২০২৫ সালের পুজোর বক্স অফিসে যে ‘রক্তবীজ ২’ বনাম ‘রঘু ডাকাত’-এর ব্লকবাস্টার খেলা হবে, তা বলাই বাহুল্য।

POST A COMMENT
Advertisement