
ঘর ভেঙেছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার। একবছরের মাথাতেই আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন এই তারকা দম্পতি। এক ছাদের তলাতেও এখন আর থাকেন না যিশু ও নীলাঞ্জনা। দুই মেয়েকে নিয়ে নীলাঞ্জনার আলাদা সংসার। যদিও তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে এখনও দুজনের কেউই মুখ খোলেননি। মাঝে মধ্যেই নীলাঞ্জনাকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা যায়। এবারেও তার ব্যতিক্রম হল না। নীলাঞ্জনা পরপর দুদিন দুটি পোস্ট করে বুঝিয়ে দিলেন যে দুই মেয়েকে একা হাতেই বড় করে তুলছেন তিনি।
নীলাঞ্জনা সোমবার তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর বক্তব্য হল, আপনারা শুনতে পাচ্ছেন? বাস্তবেও সুপারহিরো হয়। তাঁদের সিঙ্গল মা বলে। এই ছবির ক্যাপশনে নীলাঞ্জনা লেখেন, সব সিঙ্গল মায়েদের জন্য চিৎকার করে বলছি, তাঁরাই আসল হিরো। তোমাদের জন্য অনেক শক্তি। শুধু তাই নয়, নীলাঞ্জনা মঙ্গলবারও আরও একটি ছবি পোস্ট করেন। যেখানে লেখা, সন্তানদের সুন্দরভাবে মানুষ করে তোলার জন্য যে সমস্ত মায়েরা তাঁদের মানসিক আঘাত থেকে বেরিয়ে এসেছেন, তাঁরা দারুণ কাজ করেছেন। এগিয়ে যান।
এর আগেও নীলাঞ্জনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন একটি ছবি। যেখানে লেখা, 'DNA কাউকে বাবা মা বানায় না। তাঁর উপস্থিতি, চেষ্টা এবং কাজ বানায়।' আর এইসব পোস্ট যে তিনি যিশুকে কটাক্ষ করেই করছেন, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করার পর মেয়ে সারাকেও আনফলো করেন অভিনেতা। যিশু এখন আলাদাই থাকেন। আর নীলাঞ্জনা ও তাঁর দুই মেয়ে জারা-সারাকে নিয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে থাকছেন।
সারা ছোটবেলায় অভিনয় করলেও এখন অবশ্য তিনি মডেলিংয়ে মন দিয়েছেন। মুম্বইতে এখন থাকছেন সারা। নীলাঞ্জনা তাঁর প্রযোজনা নিয়েই ব্যস্ত রয়েছেন। অপরদিকে, যিশু, সৌরভ দাসের সঙ্গে যৌথ ভাবে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। যিশু-নীলাঞ্জনার দীর্ঘদিনের সংসারে ছেদ পড়ে। গত বছরই সেই খবর সকলের সামনে আসে। তবে যিশুর পরকীয়া নাকি অন্য কোনও কারণ এই সংসার ভাঙার পিছনে রয়েছে, তা জানা যায়নি। আপাতত দুই সন্তানকে নিয়ে নিজের মতো জীবন গোছাচ্ছেন নীলাঞ্জনা।