scorecardresearch
 

Durga Puja: মায়ের আগমনী গান 'দুর্গে মা দুর্গে', উচ্ছ্বসিত শিল্পী নির্মাল্য

পুজো মানেই এসে যায় পুজোর গানের কথা। গানের মধ্যে দিয়ে দিয়ে পুজোর আবাহন। তেমনই এক সুন্দর পুজোর গান ভিডিও অ্যালবাম আকারে প্রকাশিত হচ্ছে মহালয়ায়। গান গেয়েছেন বাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পী নির্মাল্য রায়। গীতিকার ডক্টর নিবেদিতা গঙ্গোপাধ্যায়। ভিডিও অ্যালবামের নাম দুর্গে মা দুর্গে।

Advertisement
শিল্পী নির্মাল্য রায় শিল্পী নির্মাল্য রায়
হাইলাইটস
  • গানের শুটিং হয়েছে ডানকুনির গরালগাছায় এক জমিদার বাড়িতে
  • শোনা যায় এক সময় এই বাড়িতে পায়ের ধুলো পড়েছিল মাতৃসাঝক রামপ্রসাদ সেনের

বাতাসে পুজোর গন্ধ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই কৈলাস ছেড়ে বাপের বাড়িতে আসছে ঘরের মেয়ে উমা। মেয়েকে বরণ করার প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোরকদমে। পাড়ায় পাড়ায় উমা বন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমোর পাড়ার শিল্পীরা ব্যস্ত মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দেওয়ায়। পুজো মানেই এসে যায় পুজোর গানের কথা। গানের মধ্যে দিয়ে দিয়ে পুজোর আবাহন। তেমনই এক সুন্দর পুজোর গান ভিডিও অ্যালবাম আকারে প্রকাশিত হচ্ছে মহালয়ায়। গান গেয়েছেন বাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পী নির্মাল্য রায়। গীতিকার ডক্টর নিবেদিতা গঙ্গোপাধ্যায়। ভিডিও অ্যালবামের নাম দুর্গে মা দুর্গে।

গানের শুটিং হয়েছে ডানকুনির গরালগাছায় এক জমিদার বাড়িতে। শোনা যায় এক সময় এই বাড়িতে পায়ের ধুলো পড়েছিল মাতৃসাঝক রামপ্রসাদ সেনের।  শিল্পী নির্মাল্য রায় জানালেন, আর পাঁচটা পুজোর গানের ভিডিও অ্যালবামের বানানোর সহজ পথে তারা হাঁটেননি। পুজোর গান তৈরির ভাবনাটাই এখন বড় বেশি বাণিজ্যিক হয়ে উঠছে। পুজোর গানের সেই পুরনো গন্ধও তাই থাকছে না। গান রিলিজ হতে না হতেই হারিয়ে যাচ্ছে অনেক গান। শিল্পী নির্মাল্য রায় মনে করেন, একটা গান তৈরির সঙ্গে অনেক ভাবনা ও পরিশ্রম জুড়ে থাকে। জুড়ে থাকে কলাকুশলীদের সমন্বয়। গানের কথা ,সুর, এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবই তাই জরুরি। এই ভিডিও অ্যালবামে ক্লাসিক্যালের সঙ্গে এথনিক, ট্রাইবাল ও ক্লাসিক্যাল মিউসিকের হারমোনি রয়েছে। শিল্পীর আশা নতুন এই সুর শ্রোতাদের মন জয় করবেই।

 

এবার আসা যাক ভিডিও অ্যালবামের থিমে। গানের থিম, প্রত্যেক নারীর মধ্যেই রয়েছে অনন্ত শক্তি। ঘরের মেয়েরাই দশভূজা রূপে সংসার টেনে নিয়ে চলেছেন। অন্যায়, অত্যাচার, অসাম্যের বিরুদ্ধে রোজকার জীবনে তাদের লড়াইকেই তুলে ধরা হয়েছে অ্যালবামে। ভিডিও অ্যালবামে চোখ রাখলেই দর্শকরা ফিরে পাবেন আমাদের হারিয়ে যাওয়া পুজোর গন্ধ, যাঁর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির কৃষ্টি, সংস্কৃতি চিরায়ত ঐতিহ্য, এমনটাই বিশ্বাস সঙ্গীত শিল্পী নির্মাল্য রায়ের। মহালয়ার দিনেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে পুজোর গানের এই ভিডিও অ্যালবাম।

Advertisement

শিল্পী নির্মাল্য রায়ের নিজস্ব ইউটিউবে মহালয়ার দিনই গানটি দেখতে পাবেন দর্শকরা, এছাড়াও ১০ অক্টোবর থেকে অন্যান্য সমস্ত ডিজিটাল অডিও প্ল্যাটফর্মেও শোনা যাবে এই গান। শুটিংও হয়েছে বেশ যুদ্ধ করে, হাসতে হাসতে জানালেন গায়ক নির্মাল্য রায়। শুটিংয়ের দিন সকাল থেকেই আকাশ কালো, মুষল ধারে বৃষ্টি, গুলাবি তাণ্ডবে শহরজুড়ে হাঁটুজল। তারমধ্যেই ডানকুনির গরালগাছা জমিদার বাড়িতে চলেছে মাতৃ আরাধনার শুটিং। অতিমারির সময়, বিপর্যয়ের চোখরাঙানি উপেক্ষা করেই তৈরি হয়েছে দুর্গা গানের ভিডিও অ্যালবাম।

গত বছরও দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমায় শিল্পী নির্মাল্য রায়ের গাওয়া একটি পুজোর গান অত্যন্ত জনপ্রিয় হয়। এবার আরও এক পরীক্ষা। শ্রোতাদের গান ভাল লাগলেই সব পরিশ্রমের সার্থকতা, সবটাই তাদের জন্য, তারাই আমাদের বিচারক, জানালেন শিল্পী। এখন অপেক্ষা গানমুক্তির। প্রতীক্ষায় শিল্পী-সহ গানের সমস্ত কলাকুশলী।

 

Advertisement