
গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্কে দুরত্ব বেড়েছে। ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো করেও পরে নুসরতকে যশ ফলো করছেন। তবে যশের সোশ্যাল মিডিয়া থেকে হাওয়া নুসরত। সম্পর্কে চিড় ধরার বিষয়টি আরও তীব্র হয় যখন দেখা যায় নুসরত ও ঈশান নায়িকার পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে যান আর যশ তাঁর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে চলে যান। প্রসঙ্গত, আড়ি ছবির প্রচারে যশ-নুসরতকে খুব স্বাভাবিকভাবেই দেখা গিয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কে দূরত্ব আসার কারণ যশের প্রাক্তন।
অপরদিকে, নুসরতও একের পর এক রহস্যময় পোস্ট করে চলেছেন ইনস্টাগ্রামের স্টোরিতে। এবার নুসরত শরণাপন্ন হলেন শ্রীমদ্ভগবৎ গীতার। তিনি গীতার শ্লোক তুলে ধরলেন ইনস্টাগ্রামের স্টোরিতে। যেখানে লেখা ‘‘সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ’’ যার বাংলা তর্জমা ‘সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও।’ গীতায় এই কথাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। নুসরত অবশ্য তাঁর পোস্ট ইংরাজিতে লেখেন, ‘যেটা নিজের হাতে নেই সেখানে সমর্পণ কর। তবে জীবনে স্বস্তি ও স্বাধীনতার স্বাদ পাবে।’ তবে এই পোস্ট তিনি যশের উদ্দেশ্যে লিখেছেন কিনা, সেটা স্পষ্ট নয়।
কিছুদিন আগেও আড়ি ছবির প্রচারে যশ-নুসরতকে দেখা গিয়েছে একেবারে পারফেক্ট কাপল হিসাবে। নিজেদের সংসারের খুঁটিনাটি থেকে ঝগড়া-অশান্তি কীভাবে সামলান সবটাই সকলকে জানিয়েছিলেন স্পষ্ট করে। আর তার মধ্যেই এই বিচ্ছেদের গুঞ্জন। প্রসঙ্গত, নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই। এর আগে নায়িকা বিয়ে করেছিলেন নিখিল জৈনকে। তুরস্কে রাজকীয় বিয়ে সেরে সেই বিয়ের এক-দেড় বছরের মাথাতেই নিখিলকে ছেড়ে সম্পর্কে জড়ান যশের সঙ্গে। সেই সময় যশ থাকতেন নুসরতের ফ্ল্যাটে তাঁর সঙ্গেই। এখানেই নতুন করে যশ-নুসরত সংসার পাতেন তাঁদের। এরপরই নুসরত জন্ম দেন ঈশানের। তবে এতকিছুর পরও নুসরত কোনওদিনই যশের ফ্ল্যাটে গিয়ে থাকেননি।
যশের ফ্ল্যাটে থাকেন অভিনেতার মা-বাবা ও প্রথম পক্ষের ছেলে রেয়াংশ। নুসরত কোনওদিনই রেয়াংশের কাছাকাছি পৌঁছাতে পারেননি। তিনি নিজের জীবন নিয়েই মত্ত ছিলেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, যশের প্রাক্তন পুনম ঝা রেয়াংশের যাবতীয় দায়িত্ব এখনও পালন করে চলেছেন। মাস দুয়েক আগেই তিনি সেটা জানতে পারেন। এমনকী ইয়ারিয়া ২ ছবির জন্য যশের সঙ্গে মুম্বইও নাকি গিয়েছিলেন পুনম। যশের সঙ্গে পুনম ঝা-এর নতুন করে গড়ে ওঠা এই সম্পর্ক কিছুতেই মানতে পারছেন না নুসরত। একসময় যশের ম্যানেজার হিসাবে কাজ করতেন পুনম। সেখান থেকে তাঁদের সম্পর্ক শুরু হয়। তবে পরে যশের সঙ্গে নুসরতের সম্পর্ক গড়ে উঠলে পুনম সরে দাঁড়ান যশের ম্যানেজারের পদ থেকে। তবে রেয়াংশের সঙ্গে তাঁর সম্পর্ক একই আছে।
একদিকে যশ যেমন চান না রেয়াংশের কৈশোরের সময়টা পুনম তাকে ছেড়ে যাক আবার তিনি নুসরতের সঙ্গেও সবকিছু ঠিকঠাক করে নিতে চান। আবার নুসরতও চান তাঁর ও যশের মধ্যে সব যেন আগের মতো হয়ে যায়। নিখিল-নুসরতের যেমন আইনি বিয়ে হয়নি তেমনি যশ-নুসরতেরও আইনি বিয়ে হয়নি তাই ডিভোর্সের প্রশ্নই ওঠে না। তবে ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন যে যশ ও নুসরতের এই মনোমালিন্য কেটে যাবে। আবার তাঁরা একসঙ্গে ভালোবেসে সংসার করবেন।