2018- India's Oscar Entry: দক্ষিণই ভরসা, ভারত থেকে অস্কারে যাচ্ছে কেরলের ছবি

Oscar News: জুড অ্যান্টানি জোসেফে পরিচালনায় তৈরি এই ছবিটি বাস্তব ঘটনার উপর কেন্দ্র করে তৈরি হয়েছিল। '২০১৮' হল ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ- আয়কারী মালায়ালাম ছবি। ভারতবাসীর জন্য নিঃসন্দেহে এটি দারুণ গর্বের খবর।    

Advertisement
দক্ষিণই ভরসা, ভারত থেকে অস্কারে যাচ্ছে কেরলের ছবিঅস্কার দৌড়ে স্থান পেল '২০১৮'

মুক্তির পরে বক্স অফিসে বিপুল সাফল্য পাওয়ার পরে নতুন মাইলফলক ছুঁয়েছে '২০১৮: এভরিওয়ান ইজ অ্যা হিরো' (2018: Everyone is a Hero)। টোভিনো থমাস  (Tovino Thomas) অভিনীত এই মালায়লাম ছবি (Malayalam Movie) ২০২৪ সালে অস্কারের জন্য ভারতের তরফে 'অফিশিয়াল এন্ট্রি' (Official Entry) হিসাবে নির্বাচিত হয়েছে। 

জুড অ্যান্টানি জোসেফে (Jude Anthany Joseph) পরিচালনায় তৈরি এই ছবিটি বাস্তব ঘটনার উপর কেন্দ্র করে তৈরি হয়েছিল। কেরালার বন্যার একটি মর্মস্পর্শী চিত্রায়ন হয় ছবিতে। '২০১৮' হল ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ- আয়কারী মালায়ালাম ছবি। ভারতবাসীর জন্য নিঃসন্দেহে এটি দারুণ গর্বের খবর।    

২০১৮ সালে ভয়াবহ বন্যার হয় দক্ষিণ ভারতের কেরলে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছিল কয়েকশো মানুষের, নিখোঁজ ছিলেন বহু। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে '২০১৮' ছবির চিত্রনাট্য। দুর্যোগের সময় পরিবার, গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যক্তি এবং অন্যান্যদের কী ধরণের সংগ্রাম করতে হয়েছে, তা দেখানো হয় ছবিতে। এই বিপদের সময় কীভাবে মানুষই মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তা ওই ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন পরিচালক। বিপুল আয়ের পাশাপাশি দর্শক- সমালোচকের থেকেও বিপুল প্রশংসা পায় ছবিটি। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা ট্যুইট করে সুখবরটি শেয়ার করেছেন। 

 

Ramesh Bala

 

কাব্য ফিল্ম কোম্পানি এবং পিকে প্রাইম প্রোডাকশনের ব্যানারে '২০১৮', প্রযোজনা করেন ভেনু কুন্নাপিলি, সিকে পদ্ম কুমার এবং আন্তো জোসেফ। টোভিনো থমাস ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কুনচাকো বোবান, আসিফ আলি, ভিনীত শ্রীনিবাসন, অপর্ণা বালামুরালি, লাল সহ অন্যান্য শিল্পীরা।

অভিনেতা কুনচাকো IndiaToday.in-কে বলেন, "এটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। ছবির শ্যুটিং অভিজ্ঞতা দারুণ ছিল এবং কেরালায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে '২০১৮'। বিশ্বব্যাপী দর্শকদের কাছে  প্রশংসিত হয়েছে এবং অনেক মাইলফলক ভেঙেছে। এটি মানুষের আবেগকে তুলে ধরতে সক্ষম। ছবিটি একটি বাস্তব গল্প, তাই দর্শকদের কাছে ব্যাপক ভাবে পৌঁছাতে পেরেছে। শুধু গল্প নয়, ছবিটি প্রযুক্তিগতভাবেও শক্তিশালী। এই ছবি সম্মানের যোগ্য। আমি দারুণ খুশি"।  

Advertisement


 

POST A COMMENT
Advertisement