scorecardresearch
 

P C Sorcar: ৩ কন্যার পাত্র খুঁজছেন পিসি সরকার, বিজ্ঞাপন VIRAL, bangla.aajtak.in-কে সব জানালেন মুমতাজ

P C Sorcar: তিন কন্যার বিয়ে দিতে চান জাদুসম্রাট পি সি সরকার (জুনিয়র)। তবে তিন মেয়ের কেউই প্রেম করেন না। একেবারে মা-বাবার পছন্দ করা ছেলের গলাতেই মালা দেবেন। আর তাই সরাসরি সংবাদপত্রে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি।

Advertisement
৩ মেয়ের জন্য পাত্র খুঁজছেন পি সি সরকার ৩ মেয়ের জন্য পাত্র খুঁজছেন পি সি সরকার
হাইলাইটস
  • তিন কন্যার বিয়ে দিতে চান জাদুসম্রাট পি সি সরকার (জুনিয়র)।
  • তিন কন্যার বিয়ে দিতে চান জাদুসম্রাট পি সি সরকার (জুনিয়র)।

তিন কন্যার বিয়ে দিতে চান জাদুসম্রাট পি সি সরকার (জুনিয়র)। তবে তিন মেয়ের কেউই প্রেম করেন না। একেবারে মা-বাবার পছন্দ করা ছেলের গলাতেই মালা দেবেন। আর তাই সরাসরি সংবাদপত্রে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। রবিবার এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব সময় নেয় না। কিন্তু সত্যিই কি পি সি সরকার পাত্র খুঁজছেন তাঁর তিন মেয়ের জন্য? bangla.aajtak.in-এর কাছে গোটা বিষয়টি খোলসা করলেন পি সি সরকারের কন্যা তথা অভিনেত্রী মুমতাজ সরকার। 

মুমতাজের কথাতেই স্পষ্ট তিনি লাভ ম্যারেজ এবং ডিভোর্সে একদমই বিশ্বাসী নন। অভিনেত্রীর কথায়, 'অ্যারেঞ্জ হোক বা লাভ ম্যারেজ, একটা সুস্থ মানুষ চাই জীবনে, যার সঙ্গে মানসিকতা ম্যাচ করবে, তাঁর একটা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থাকবে, সুস্থ, দায়িত্বশীল, প্রতিষ্ঠিত মানুষকে চাই পার্টনার হিসাবে, যে সব ধরনের দায়িত্ব নিতে ইচ্ছুক। রূপকথা থেকে উঠে আসা রাজকুমার চাই না। টিম হিসাবে স্বামী-স্ত্রী কাজ করবে, যেমনটা মা-বাবাকে দেখেছি টিম হিসাবে কাজ করতে। কাজ এবং বিয়ে উভয় ক্ষেত্রেই তাঁরা সফল।' এরপরই অভিনেত্রী বলেন, 'কিন্তু যখন আমার আশপাশে দেখছি আমার বন্ধু-বান্ধবদের তাঁরা প্রেম করেই বিয়ে করছে কিন্তু বিয়ের ৬ মাসের মধ্যেই ডিভোর্স অথবা পরকীয়ায় জড়িয়েছে, তো সেটাতো বিয়ে হতে পারেনি। আর এগুলো দেখে ঘাবড়ে গেছি। আর আমরাও কাউকে খুঁজে পাইনি তাই মা-বাবার ওপরই দায়িত্ব তুলে দিয়েছি। আমার আশেপাশে বিয়ে নিয়ে যে সব দেখছি বেশ ভয়ই লাগছি। আসলে সংসারটা করতে চাই তাই মা-বাবাকেই পাত্র খোঁজার দায়িত্ব দিয়েছি।' 

ছবি সৌজন্যে: ফেসবুক

এখানে উল্লেখ্য, পিসি সরকার (জুনিয়র) ও তাঁর স্ত্রী জয়শ্রী তিন মেয়েকে জানিয়েই সংবাদপত্রে পাত্র চাই-এর বিজ্ঞাপন দিয়েছেন। মুমতাজ বলেন, 'আসলে আমাকে তো সবচেয়ে ভাল আমার মা-বাবাই চেনে তাই তাঁদের হাতেই এই দায়িত্ব তুলে দেওয়া ভাল বলে মনে হয়েছে। একজন মানুষ কেমন হলে আমার মানসিকতার সঙ্গে খাপ খাবে সেটা মা-বাবাই ভাল বুঝতে পারবে। কারণ তাঁরা দুনিয়াটা আমার চেয়ে বহুযুগ আগেই দেখেছে, তাঁদের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তাই আমাদের বিয়েটা সমাজের হাতে ছেড়ে দিয়েছি দেখি তাঁরা কেমন পাত্র খুঁজে আনে। ম্যাট্রিমোনিয়াল সাইডগুলোর ওপর একেবারেই বিশ্বাস নেই মুমতাজ ও তাঁর বাকি দুই বোনের। অগত্যা সংবাদপত্রে বিজ্ঞাপন।' তবে এই বিজ্ঞাপন থেকে আদৌও কোনও সঠিক মানুষ আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে মুমতাজের। তবে অভিনেত্রী হাল ছাড়ছেন না। 

আরও পড়ুন

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ঠিক কী ধরনের পাত্র চাইছেন মুমতাজ? অভিনেত্রী এক্ষেত্রে বলেন, 'কিছু বিশেষত্ব থাকতে হবে। প্রথমত, সুস্থ মানসিকতার মানুষ হতে হবে, যাঁর একটা শিরদাঁড়া রয়েছে। দ্বিতীয়ত, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে হবে, যে টাকা উপার্জন করবে, ঘরে বসে স্ত্রীর পয়সায় খাওয়া চলবে না। তৃতীয়ত, তাঁকে স্বপ্ন দেখতে জানতে হবে এবং প্রাণোচ্ছল হওয়াটাও দরকার। চতুর্থত,আমাদের সংস্কৃতির সঙ্গে নিজেকে ম্যাচ করতে হবে আর যদি সে ম্যাজিক জানে তাহলে তো সোনায় সোহাগা আর শেষটা হল অবশ্যই তাঁকে শারীরিকভাবে ফিট থাকতে হবে।'

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। পি সি সরকার ও তাঁর স্ত্রী জয়শ্রী তাঁদের তিন কন্যার জন্য পাত্র খুঁজছেন। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তাঁরা। আর এই পেপার কাটিং নিমেষের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তবে মুমতাজ এটা জানাতে ভুললেন না যে সুপাত্রের সন্ধান পেলে যেন অবশ্যই যোগাযোগ করা হয় তাঁদের সঙ্গে।

Advertisement